লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত এবং চিনের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর দিল্লিতে একাধিকবার সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে বিশদে আলোচনা করেছেন রাজনাথ৷ এবার সরাসরি লাদাখে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি৷
জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রতিরক্ষামন্ত্রীর লাদাখে যাওয়ার কথা ছিল৷ কিন্তু আচমকাই তাঁর বদলে সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে সংঘাতের পরিস্থিতি এবং গত ১৫ জুনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে লাদাখ প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পিছু হঠেছে ভারত এবং চিনের সেনাবাহিনী৷ তবে এখনও প্যাংগং লেকের কাছে কয়েকটি ফিঙ্গার পয়েন্ট থেকে নিজেদের সেনা সরায়নি চিন৷ যা নিয়ে দু' পক্ষের আলোচনা চলছে৷ লাদাখে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রতিরক্ষামন্ত্রী৷ লাদাখ থেকে শনিবার শ্রীনগর পৌঁছবেন রাজনাথ৷ সেখানে জম্মু- কাশ্মীরে ভারত-পাক সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিও খতিয়ে দেখবেন রাজনাথ৷