TRENDING:

'চিনারা অনুপ্রবেশ করেছে', রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হলেও দাবি থেকে সরবেন না রাহুল

Last Updated:

রাহুল দাবি করেছেন, তিনি উপগ্রহ চিত্র দেখে, প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে কথা বলেই এমন দাবি করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চিনা সেনাবাহিনী লাদাখে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের পর তা দখল করে রেখেছে৷ বার বার এই দাবিই করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ যদিও কেন্দ্রীয় সরকার তা অস্বীকার করেছে৷ কিন্তু নিজের দাবিতে অনড় থেকে রাহুল দাবি করলেন, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলেও নিজের অবস্থান থেকে সরে আসবেন না তিনি৷
advertisement

নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তাঁর একটি সাক্ষাৎকারের ভিডিও-তে রাহুল দাবি করেছেন, চিনা অনুপ্রবেশের ঘটনা যাঁরা লুকনোর চেষ্টা করছেন, তাঁরাই আসলে দেশদ্রোহী৷ বরং যাঁরা দেশকে ভালবাসেন, তাঁরাই সত্যি কথাটা সামনে আনার চেষ্টা করছেন৷

ক্ষুব্ধ রাহুল বলেছেন, 'এটা একদম স্পষ্ট যে চিনারা আমাদের এলাকায় অনুপ্রবেশ করেছে৷ একটা দেশ আমাদের জমি দখল করে রয়েছে৷ এটা আমি মেনে নিতে পারছি না, ভাবলেই রক্ত গরম হয়ে যাচ্ছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে কেউ চাইতেই পারেন যে আমি চুপ করে থাকি আর আমার মানুষকে মিথ্যে কথা বলি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

রাহুল দাবি করেছেন, তিনি উপগ্রহ চিত্র দেখে, প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে কথা বলেই এমন দাবি করছেন৷ রাহুলের কথায়, 'কোনও অবস্থাতেই আমি মিথ্যে কথা বলতে পারব না৷ তাতে যদি আমার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যায়, যাক৷ যাঁরা বলছেন যে চিনারা ভারতে অনুপ্রবেশ করেনি, তাঁদের আমি দেশভক্ত বলে মনে করি না৷'

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'চিনারা অনুপ্রবেশ করেছে', রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হলেও দাবি থেকে সরবেন না রাহুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল