ভারতের দাবি, প্যাট্রোলিং পয়েন্ট ১৪, ১৫ এবং ১৭ যা গালওয়ান উপত্যকা থেকে হট স্প্রিং এলাকা পর্যন্ত বিস্তারিত, তার থেকে কিছুটা পিছু হঠার যুক্তি মেনেছে চিন এবং সীমান্ত থেকে চিনা সেনাদের কয়েকশ মিটার পিছিয়ে নেওয়া হচ্ছে৷
তবে সরকারি ভাবে এটাও জানানো হচ্ছে যে, প্যাংগং(Pangong) বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) মতবিরোধ থামানোর বিষয়ে ঐকমত্য পৌঁছনো যায়নি৷ তাই ৫ মে দুই পক্ষের সেনা সংঘর্ষের পর যে পরিস্থিতি হয়েছে, সেই উত্তাপ যে এখনই মিটছে না, সেটা একপ্রকার বলাই বাহুল্য৷
advertisement
সূত্রের খবর,হট স্প্রিং এবং গোগরা এলাকার পয়েন্ট ১৫, ১৭ থেকে সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন পিপলস লিবারেশন পার্টির (PLA)-র কমান্ডার৷ এই সব জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে ভারতের মাটিতে ঢুকে পড়েছিল চিন, এমনই ছিল ভারতের দাবি৷ তবে আপাতত সেই সব এলাকা থেকে কিছুটা হলেও নিজেদের সেনা সরানোর পক্ষ মত দিয়েছে চিনা বাহিনী৷
এলএসিতে Siachen-isation এড়াতে চায় দুই পক্ষই৷ কী এই Siachen-isation? ভারত-পাক সংঘর্ষের ফলে সারাক্ষণ সিয়াচেনে হিমবাহে মোতায়েন রাখতে হয় বাহিনী৷ চরম আবহাওয়ায় সেনা মোতায়ন এবং লড়াই খুবই কষ্টকর৷ তাই এই পথে হাঁটতে চাইছে না কোনও পক্ষই৷ তবে প্যাংগং লেক সংলগ্ন এলাকায় জট কাটার মত পরিস্থিতি এখনই তৈরি হয়নি, অন্তত বৈঠকে তো নয়ই৷