গরিব কল্যাণ রোজগার অভিযানে ৬টি রাজ্যের ১১৬টি জেলায় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে৷ তাদের কাজের বন্দোবস্ত করা হবে স্কিল অনুযায়ী৷ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা-- এই ৬ রাজ্যের ১১৬টি জেলা এই প্রকল্পটির আওতায় থাকছে৷ লকডাউনের সময় সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছে এই রাজ্যগুলিতেই৷
মোদি এ দিন বলেন, 'আমাদের বাহিনীর বলিদানে গোটা দেশ গর্বিত৷ আমি গর্বের সঙ্গে বলছি, বিহার রেজিমেন্টের উপরে হামলা হয়েছিল৷ সেই শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷ আমি ওই পরিবারগুলিকে বলতে চাই, দেশ আপনাদের সঙ্গে আছে৷ দেশ ভারতীয় সেনার পাশে আছে৷'
এ দিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির উপস্থিতিতে মেগা সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ মোদির ভিডিও কনফারেন্সে যোগ দেন আরও ৫টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীরা৷ প্রকল্পটির ভার্চুয়াল উদ্বোধন হয় বিহারের খাগারিয়া জেলার তেলিহার গ্রামে৷