TRENDING:

লাদাখ পরিস্থিতি নিয়ে দিল্লিতে তৎপরতা তুঙ্গে, বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Last Updated:

এই ঘটনার পরই চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাবাহিনীর প্রধান এম এম নারভানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাদাখে চিন এবং ভারতীয় বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে দিল্লিতে তৎপরতা তুঙ্গে৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর বাড়িতে সেনা প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক শুরু হয়েছে৷ লাদাখের ঘটনা আগেই প্রধানমন্ত্রীকে বিস্তারিত ভাবে জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
advertisement

লাদাখের গালওয়ান সেক্টরে ভারত এবং চিনের সেনার মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে৷ চিনের হামলায় ভারতীয় সেনার এক কর্নেল ছাড়াও দুই জওয়ানের মৃত্যু হয়৷ ভারতের পাল্টা হামলায় চিনেরও পাঁচ জন সেনার মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস৷ তবে এই সংঘর্ষের পর দুই দেশই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছে৷

advertisement

এই ঘটনার পরই চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাবাহিনীর প্রধান এম এম নারভানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন৷

যদিও ঠিক কী ধরনের সংঘর্ষ লাদাখে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সূত্রের খবর, দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে কোনও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি৷ সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, 'গালওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীনই দু' তরফে হিংসাত্মক সংঘর্ষ শুরু হয়৷ ভারতের দিকে একজন অফিসার এবং দু' জন সেনার মৃত্যু হয়েছে৷ দু' পক্ষের সিনিয়র সেনা আধিকারিকরা উত্তেজনা কমাতে বৈঠক করছেন৷'

advertisement

ভারতের বিদেশমন্ত্রকের তরফেও বিবৃতি দিয়ে অভিযোগ করা হয়, চিনের তরফে একতরফা ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় স্থিতাবস্থা বদলের চেষ্টা করা হয়৷ বিবৃতিতে বিদেশমন্ত্রক জানায়, 'সীমান্ত পরিস্থিতি নিয়ে যথেষ্ট দায়িত্বশীল আচরণই করে এসেছে ভারত৷ ওই এলাকায় যে কার্যকলাপ করা হয়েছে, তার সবটাই ভারতীয় এলাকার মধ্যে করা হয়েছে৷ চিনের থেকেও আমরা একই ব্যবহারের আশা রাখি৷ ভারত সীমান্তে শান্তি বজায় রাখা এবং যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী৷ তবে একই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখাটাও আমরা নিশ্চিত করব৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

বিবৃতিতে বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, শীর্ষস্তরে যে চুক্তি হয়েছিল তা মেনে চললেই যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা চাইলেই এড়ানো যেত৷ দুই দেশ সহমতের ভিত্তিতে যে সিদ্ধান্তে পৌঁছেছিল, চিন তার থেকে সরে না এলে গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সৃষ্টি হওয়া বিবাদ মসৃণ ভাবেই মেটানো যেত বলে বিবৃতিতে দাবি করেছে বিদেশমন্ত্রক৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
লাদাখ পরিস্থিতি নিয়ে দিল্লিতে তৎপরতা তুঙ্গে, বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল