ট্রাম্প বলেন, ‘‘ভারত ও চিনের মধ্যে বড় বিবাদ চলছে। তাতে ভারত খুশি নয়। আবার সম্ভবত চিনও খুশি নয়। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। চিনের সঙ্গে যাই হয়ে থাকুক, ওঁর মন-মেজাজ ভাল নেই।''
ভারত এবং চিনের মধ্যে আচমকা মধ্যস্থতার প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছোটখাটো একটি বোমা ফাটিয়েছেন বলে মনে করছে কূটনৈতিক বিশ্ব। বিশেষজ্ঞদের একাংশের মতে, মূলত চিনকে আরও চাপে ফেলতেই ট্রাম্পের ওই ট্যুইট ৷ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ‘‘গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা বিশ্বকে দেওয়া চিনের অত্যন্ত খারাপ উপহার।’’
advertisement
মার্কিন প্রেসিডেন্ট এদিন বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রী মোদিকে অত্যন্ত পছন্দ করি।’’ তারপর বলেন, ভারত ও চিনের মধ্যে বড় অশান্তি চলছে। দুই দেশের জনসংখ্যা বিরাট। দুই দেশের সেনাও অত্যন্ত শক্তিশালী ৷ সম্ভবত চিন এবং ভারত কেউই খুশি নয় ৷ ভারত-চিন সীমান্তে এই উত্তেজনা নিয়ে তিনি কতটা চিন্তিত ? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন , প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলে তাঁর যা মনে হয়েছে যে চিনের সঙ্গে এই অশান্তির জেরে মোদির মন একেবারেই ভাল নেই এখন ৷