TRENDING:

'বয়কট চিন' কি শুধুই হুজুগ? সেল শুরু হতেই শেষ চিনা ব্র্যান্ডের স্মার্টফোন

Last Updated:

এদেশে চিনা ব্র্যান্ডের স্মার্টফোনের জনপ্রিয়তায় যে এতটুকু চিড় ধরেনি, তা ফের প্রমাণ হয়ে গেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছিল৷ গত সোমবার চিনের হামলায় ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারানোর পরে সেই দাবি আরও জোরালো হয়েছে৷ সোশ্যাল মিডিয়াতেও লাগাতার প্রচার চলছে৷ কিন্তু চিনা পণ্য বয়কটের এই ডাক নিছকই হুজুগ কি না, ফের একবার সেই প্রশ্ন উঠল৷
advertisement

গোটা বিশ্বের মতোই ভারতের বাজারে বিপুল জনপ্রিয় বিভিন্ন চিনা ব্র্যান্ডের মোবাইল৷ কয়েকদিন আগেই চিনা মোবাইল ব্র্যান্ড OnePlus ভারতের তাঁদের নতুন স্মার্ট ফোন OnePlus 8 Pro-এর সেল শুরু করে৷ আর সেই সেল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই নিঃশেষিত হয়ে গেল One Plus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন৷ ফলে এদেশে চিনা ব্র্যান্ডের স্মার্টফোনের জনপ্রিয়তায় যে এতটুকু চিড় ধরেনি, তা ফের প্রমাণ হয়ে গেল৷

advertisement

সেল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে সব ফোন বিক্রি হয়ে যাওয়ায় অনেক ভারতীয়ই রুষ্ট হন৷ ট্যুইটারে তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার পরেও তাঁরা ফোন কেনার সুযোগ পেলেন না৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে রপ্তানীর পরিমাণের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে চিন৷ ভারতে চিনের মোট রপ্তানির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ৩.৮ লক্ষ কোটি টাকা৷

advertisement

One Plus ব্র্যান্ডটির মালিকানা রয়েছে চিনা সংস্থা BBK Electronics-এর হাতে৷ এই সংস্থার অন্যান্য কয়েকটি জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড হলো Oppo, Realme, Vivo এবং Iqoo৷ এই ব্র্যান্ডগুলির প্রত্যেকটি ভারতে বিপুল জনপ্রিয়৷ চিনা প্রযুক্তি সংস্থা Xiaomi ব্র্যান্ডের পর Oppo, Realme, Vivo-ই ভারতের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

View Survey

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'বয়কট চিন' কি শুধুই হুজুগ? সেল শুরু হতেই শেষ চিনা ব্র্যান্ডের স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল