নিউজ১৮-এর পক্ষ থেকে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়েছিল ৷ সেখানে একটি প্রশ্ন ছিল, চিনা খাবার এত জনপ্রিয় প্রায় গোটা ভারতেই ৷ তাহলে এবার থেকে কি আপনি চাইনিজ খাবার খাওয়ার আগে দু’বার ভাববেন ? সমীক্ষার রিপোর্টে যা তথ্য উঠে এসেছে, তাতে অনেক মানুষই এখনও চিনা খাবার খাওয়া উচিৎ কী না, সে ব্যাপারে দ্বন্দ্বে রয়েছেন ৷ ৩০.৫৫ শতাংশ মানুষের মতে খাবার প্রসঙ্গ আবার এ ক্ষেত্রে উঠছে কেন ৷ ভারত-চিন সীমান্তে সংঘর্ষের সঙ্গে চাইনিজ খাবার খাওয়া বা না খাওয়ার কী সম্পর্ক ৷ ২৬.৫০ শতাংশ মানুষ আবার মনে করছেন, অথেনটিক চাইনিজ খাবার আর এ দেশে ক’জন মানুষই খান ৷ তাই ভারতীয়রা যে ‘ইন্ডিয়ান চাইনিজ’ খাবার খেয়ে থাকেন, তার একটা নতুন নাম হওয়া উচিৎ ৷ পাশাপাশি ৪২.৯৫ শতাংশ মানুষ মনে করছেন না এখন আর চাইনিজ খাবার না খাওয়া উচিৎ ৷
advertisement
Location :
First Published :
June 20, 2020 7:52 PM IST