বিশ্বের শক্তি হিসেবে চিনকে নিয়ে ভারতের স্টান্স কী হওয়া উচিৎ ? সেই প্রশ্নের উত্তরে অধিকাংশ ভারতীয়ই মনে করেন, চিনের বিরুদ্ধেই থাকা ভাল ভারতের ৷ আবার ৫১ শতাংশ তামিল ও ৫২ শতাংশ পঞ্জাবি মনে করেন ভারতের কোনও পক্ষকেই সমর্থন করা উচিৎ নয় ৷ চিন বিশ্বাস করার মতো দেশ নয় ৷ সে ব্যাপারে ৯৪ শতাংশ ভারতীয় একমত ৷ ৯১ শতাংশ মানুষ মনে করেন ভারতীয়দের চিনা পণ্য এবং অন্যান্য চিনা সার্ভিসগুলি যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করা উচিৎ ৷ এ ব্যাপারে সবার চেয়ে এগিয়ে মারাঠি (৯৭ শতাংশ)-রা ৷ পিছিয়ে নেই পঞ্জাবিরাও ৷ ৭৬ শতাংশ পঞ্জাবিরা মনে করেন চিনের জিনিস আর না ব্যবহার করাই ভাল ৷ মাত্র ৪ শতাংশ মানুষই এখনও চিনের জিনিস ব্যবহার করার পক্ষে ৷ কারণ অধিকাংশ জিনিসই বেশ সস্তায় পাওয়া যায় ৷
advertisement
প্রায় গোটা দেশ একটা বিষয়ে একমত ৷ সেটা হল পাকিস্তানের অনেক বড় সমর্থক চিন ৷ তাই ওই দেশ কখনও ভারতের বন্ধু দেশ হতে পারে না ৷ এর পাশাপাশি করোনা নিয়ে চিন সত্য গোপন করেছে ৷ এ বিষয়ও অধিকাংশ ভারতবাসীই একমত ৷ ভারতের ৬১ শতাংশ মানুষ চিনকে শত্রু দেশ হিসেবেই মনে করেন বলে জনমত সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এই তথ্য ৷