ইতিমধ্যেই সেনা সরেছে ১৪ নং পেট্রোলিং পয়েন্ট থেকে। সেনা সরছে ১৭/এ পয়েন্ট থেকেও।
রবিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং লি-র সঙ্গে ভিডিও বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেই বৈঠকেই স্থির হয় উত্তেজনা প্রশমনে দু'পক্ষই দু' কিলোমিটারের বাফার জোন রাখবে। এর পরেই ধীরে ধীরে সেনা সরতে শুরু করে হটস্প্রিং থেকে। হটস্প্রিংয়ের এই ১৪ নং পয়েন্টেই ১৫ জুন চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছিল ২০জন ভারতীয় সেনার।
advertisement
ভারতের তরফে চিনকে গত ১৭ জুন স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, ভারত মনে করে চিন আগে থেকে পরিকল্পনা করেই এই আগ্রাসন চালিয়েছিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রীকে বলেন, এই আগ্রাসনে পরিষ্কার, চিন সংঘর্ষবিরতি ও স্থিতাবস্থার সমস্ত চুক্তি লঙ্ঘন করেছে।
Location :
First Published :
July 08, 2020 4:39 PM IST