TRENDING:

'দেশ সেবায় চূড়ান্ত বলিদানকে স্যালুট জানাই', লাদাখে শহিদ সেনাদের শ্রদ্ধা মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রী এই ট্যুইট করার পরেই সংবাদসংস্থা এএনআই জানায়, সোমবার চিনের সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা অফিসার এবং জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে শহিদ কর্নেল এবং সেনা জওয়ানদের বলিদানকে শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, 'গালওয়ান উপত্যকায় দেশের সেবায় তিন ভারতীয় সেনার চূড়ান্ত বলিদানকে আমি স্যালুট করি৷ এই বীর সৈনিকদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই৷ ভগবান তাঁদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দিন৷'
advertisement

মুখ্যমন্ত্রী এই ট্যুইট করার পরেই সংবাদসংস্থা এএনআই জানায়, সোমবার চিনের সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে৷ যদিও সরকারি ভাবে এ বিষয়ে কিছু জানায়নি ভারত৷

প্রাথমিক ভাবে যে তিন ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া যায়, তাঁদের মধ্যে একজন কর্নেল সন্তোষ বাবু৷ তিনি তেলেঙ্গানার বাসিন্দা৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

তবে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিনা প্ররোচনায় চিন একতরফা ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বদলের চেষ্টা করাতেই সোমবার রাতে সংঘর্ষ বাঁধে দু' পক্ষে৷ ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে দিল্লিতেও তৎপরতা তুঙ্গে৷ মঙ্গলবার রাতেই লাদাখ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি৷ তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'দেশ সেবায় চূড়ান্ত বলিদানকে স্যালুট জানাই', লাদাখে শহিদ সেনাদের শ্রদ্ধা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল