TRENDING:

ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে মহা গুরুত্বপূর্ণ বৈঠক, রাজনাথ সিংয়ের মুখোমুখি চিনের প্রতিরক্ষামন্ত্রী

Last Updated:

ভারত ও চিনা সীমান্তে এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : #নয়াদিল্লি :  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মস্কোয় বৈঠক করলেন৷ এটা একটা ৩দিনের ইভেন্ট৷ চিনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি এই বৈঠক করার জন্য আবেদন করেছিলেন ৷ Shanghai Cooperation Organisation- এর মিট ছিল রাশিয়ার মস্কোয়৷ ২ পক্ষের এই মহা গুরুত্বপূর্ণ বৈঠক ২ ঘণ্টা ২০ মিনিট ধরে চলেছে৷ এমনটাই জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক৷
advertisement

ভারত ও চিন সীমান্তে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি ৷ পূর্ব লাদাখে মে মাস থেকে এই ধরনের পরিস্থিতি বহাল রয়েছে৷ জুন মাসে গালওয়ান উপত্যকায় ২ দেশের সেনাবাহিনীর সংর্ঘষের জেরে  মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। সংঘর্ষে ৪০ জন চিনা সৈনিক নিহত হন৷

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মস্কোয় বৈঠক করলেন৷ এটা একটা ৩দিনের ইভেন্ট৷ চিনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি এই বৈঠক করার জন্য আবেদন করেছিলেন ৷ Shanghai Cooperation Organisation- এর মিট ছিল রাশিয়ার মস্কোয়৷

advertisement

ভারত ও চিন সীমান্তে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি ৷ পূর্ব লাদাখে মে মাস থেকে এই ধরনের পরিস্থিতি বহাল রয়েছে৷ জুন মাসে গালওয়ান উপত্যকায় ২ দেশের সেনাবাহিনীর সংর্ঘষের জেরে মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। সংঘর্ষে ৪০ জন চিনা সৈনিক নিহত হন৷

টেনশন তৈরি হয়েছে ভারত ও চিনের সংঘর্ষের পরবর্তী পর্যায়ে৷ চিনা সেনাবাহিনী প্যাংগং লেক এলাকার সাউথ ব্যাঙ্কে শনিবার ও সোমবার অন্যায্য জায়গা দখল করতে আসায় পরিস্থিতি ফের একবার উত্তপ্ত হয়৷ অন্যায্যভাবে এই এলাকা দখলের লড়াই ভারত সমস্তরকমভাবে প্রতিহত করবে, এই বার্তা দেওয়া হয়েছিল তখনই৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর কোনওরকম অনুপ্রবেশের সুযোগ দেবে না ভারত- তা পরিষ্কার করে দেয় ভারত সরকার৷

advertisement

এই মুহূর্তে একাধিক স্ট্র্যাটেজিক পজিশনের দখল নিয়েছে ভারত৷ চিনা আক্রমণ সবভাবে প্রতিহত করার জন্য ভারত সেনা বৃদ্ধি করেছে, পাশাপাশি সীমান্ত এলাকায় অস্ত্র ও খাদ্য মজুদ করাও হয়েছে৷ এই মুহূর্তে ভারত ও চিন দুই দেশই কূটনৈতিক আলোচনা ও সামরিক আলোচনার মধ্যে দিয়ে সীমান্ত উত্তেজনা কমাতে আগ্রহী৷

সীমান্ত উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন৷ বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার, রাশিয়ায় ভারতের অ্যাম্বাসাডর ডিবি ভেঙ্কটেশ ভর্মা ৷ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চলা সীমান্ত পরিস্থিতির সমাধানসূত্র খোঁজা হবে এই বৈঠকে৷

advertisement

টেনশন তৈরি হয়েছে ভারত ও চিনের সংঘর্ষের পরবর্তী পর্যায়ে৷ চিনা সেনাবাহিনী প্যাংগং লেক এলাকার সাউথ ব্যাঙ্কে শনিবার ও সোমবার অন্যায্য জায়গা দখল করতে আসায় পরিস্থিতি ফের একবার উত্তপ্ত হয়৷ অন্যায্যভাবে এই এলাকা দখলের লড়াই ভারত সমস্তরকমভাবে প্রতিহত করবে, এই বার্তা দেওয়া হয়েছিল তখনই৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর কোনওরকম অনুপ্রবেশের সুযোগ দেবে না ভারত- তা পরিষ্কার করে দেয় ভারত সরকার৷

এই মুহূর্তে একাধিক স্ট্র্যাটেজিক পজিশনের দখল নিয়েছে ভারত৷ চিনা আক্রমণ সবভাবে প্রতিহত করার জন্য ভারত সেনা বৃদ্ধি করেছে,  পাশাপাশি সীমান্ত এলাকায় অস্ত্র ও খাদ্য মজুদ করাও হয়েছে৷ এই মুহূর্তে ভারত ও চিন দুই দেশই কূটনৈতিক আলোচনা ও সামরিক আলোচনার মধ্যে দিয়ে সীমান্ত উত্তেজনা কমাতে আগ্রহী৷

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

সীমান্ত উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন৷ বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার, রাশিয়ায় ভারতের অ্যাম্বাসাডর ডিবি ভেঙ্কটেশ ভর্মা ৷ সূত্রের খবর,  দীর্ঘদিন ধরে চলা সীমান্ত পরিস্থিতির সমাধানসূত্র খোঁজা হবে এই বৈঠকে৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে মহা গুরুত্বপূর্ণ বৈঠক, রাজনাথ সিংয়ের মুখোমুখি চিনের প্রতিরক্ষামন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল