TRENDING:

চিনকে জবাব দিতে প্রস্ততি, অস্ত্র কিনতে তিন বাহিনীকেই বিশেষ আর্থিক ক্ষমতা

Last Updated:

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা আগ্রাসন এবং বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করার পরই এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই তিন বাহিনীকে জরুরি অস্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, এই বিশেষ ক্ষমতাবলে প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম কিনতে পারবে তিন বাহিনীই৷ চিনের সঙ্গে সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement

সংবাদসংস্থা এএনআই-কে এক সরকারের এক শীর্ষ সূত্র জানিয়েছে, 'তিন বাহিনীর ভাইস চিফকেই প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র কেনার সিদ্ধান্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে৷ জরুরি ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম যাতে কেনা যায়, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷'

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা আগ্রাসন এবং বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করার পরই এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে সরকার৷ উরি হামলা এবং বালাকোটে প্রত্যাঘাতের পরেও দেশের সশস্ত্র বাহিনীকে একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল৷

advertisement

বালাকোটে প্রত্যাঘাতের পরে সরকারের এই সিদ্ধান্তের সবথেকে বেশি ফায়দা উঠিয়েছিল ভারতীয় বায়ুসেনা৷ সেই সময় এই আর্থিক ক্ষমতা কাজে লাগিয়ে Spice 2000 এয়ার টু গ্রাউন্ড স্ট্যান্ড অফ মিসাইল, Strum Ataka এয়ারা টু গ্রাউন্ড মিসাইল সহ বেশ কিছু জরুরি অস্ত্র এবং সরঞ্জাম কিনেছিল তারা৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এর পাশাপাশি সেনাবাহিনীও ইজরায়েলের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং আমেরিকা থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনেছে৷ অল্প সময়ের মধ্যে বাহিনী যাতে প্রস্তুতি সারতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনকে জবাব দিতে প্রস্ততি, অস্ত্র কিনতে তিন বাহিনীকেই বিশেষ আর্থিক ক্ষমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল