TRENDING:

পাহাড়ের কোলেই শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা সেনার, বাড়ি ফিরছে কফিনবন্দি দেহ

Last Updated:

সোমবার লাদাখের গালওয়ানে ১৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের উপরে অতর্কিতে হামলা চালায় চিনের সেনাবাহিনী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লেহ: অতর্কিতে হামলা চালিয়েছিল শত্রুরা৷ কাঁটা লাগানো লাঠি দিয়ে নৃশংস আক্রমণের মুখেও বীরের মতো লড়েছেন ওঁরা৷ রক্তাক্ত অবস্থায় প্রবল ঠান্ডার মধ্যেই দেশের জন্য প্রাণ দিয়েছেন ২০ জন বীর জওয়ান৷
advertisement

লাদাখের গালওয়ানে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সেনা জওয়ানদের লেহ-এর সেনা হাসপাতালেই শেষ শ্রদ্ধা জানাল ভারতীয় সেনাবাহিনী৷ সামরিক রীতি মেনেই যাবতীয় প্রক্রিয়া শেষ হয়৷ এখান থেকেই নিহত জওয়ানদের বাড়ির উদ্দেশ্যে তাঁদের কফিনবন্দি দেহ পাঠানো হবে৷

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নতুন করে উত্তেজনা না ছড়ালেও সেনার তৎপরতা চোখে পড়ছে৷ টহল দিতে দেখা গিয়েছে সেনার হেলিকপ্টারকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

সোমবার লাদাখের গালওয়ানে ১৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের উপরে অতর্কিতে হামলা চালায় চিনের সেনাবাহিনী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেক জওয়ান৷ ভারতীয় সেনার তরফে বিবৃতিতে জানানো হয়, বিনা প্ররোচনায় চিনের সেনাবাহিনী ভারতীয় জওয়ানদের উপরে হামলা চালায়৷ শূন্য ডিগ্রির নীচে তাপমাত্রায় আহত অবস্থায় পড়ে থেকে অন্তত সতেরো জন জওয়ানের মৃত্যু হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
পাহাড়ের কোলেই শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা সেনার, বাড়ি ফিরছে কফিনবন্দি দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল