TRENDING:

পিছিয়ে আসবে দু' দেশের সেনা? মস্কোয় মুখোমুখি হচ্ছেন ভারত- চিনের বিদেশমন্ত্রী

Last Updated:

গত ৫ সেপ্টেম্বর এই মস্কোতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহের বৈঠক হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাদাখে দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি মেটাতে এবার মুখোমুখি আলোচনায় বসছেন ভারত এবং চিনের বিদেশমন্ত্রী৷ আগামী ১০ সেপ্টেম্বর রাশিয়ার রাজধানী মস্কোতে এই বৈঠক হওয়ার কথা৷ এর আগে ভারত এবং চিনের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে মস্কোতে গত ৫ সেপ্টেম্বর বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি৷
advertisement

'হিন্দুস্তান টাইমস'-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মস্কোতে পৌঁছনোর কথা রয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের৷ তার পরের দিনই মস্কোতে পৌঁছবেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই৷ রাশিয়ায় অনুষ্ঠিত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের মাঝেই এই বৈঠকে অংশ নেবেন দু'দেশের বিদেশমন্ত্রী৷ যদিও এখনও বৈঠকের সময় চূড়ান্ত হয়নি৷

আশা করা হচ্ছে, দুই বিদেশমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হলে লাদাখে সংঘাতের অবস্থান থেকে পুরোপুরি পিছু হঠতে পারে দুই দেশের সেনা৷ ভারত ইতিমধ্যেই দাবি করেছে, ১৯৯৩ সালের দ্বিপাক্ষিক চুক্তিতে থাকা সব শর্ত মেনে চলতে হবে চিনকে৷

advertisement

গত ৫ সেপ্টেম্বর এই মস্কোতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহের বৈঠক হয়৷ যদিও সেই বৈঠকের পর সরকারি ভাবে কিছুই বলেনি কোনওপক্ষ৷ ভারতীয় সেনা অভিযোগ তোলে, গত ২৯ অগাস্ট রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা বদলের চেষ্টা করে চিনা বাহিনী৷ কিন্তু সতর্ক থাকায় চিনা বাহিনীর অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনা৷ শুধু তাই নয়, প্যাংগং তাসো লেকের কাছে গুরুত্বপূর্ণ পাহাড় চূড়ার দখল নিয়ে নেয় তারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এবারের বৈঠকে অতীতের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী চিনের বিদেশমন্ত্রীকে দু' দেশের মধ্যে ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ন্যূনতম সেনা মোতায়েনের শর্ত মনে করিয়ে দেবেন জয়শঙ্কর৷ এর পাশাপাশি গোগরা, হট স্প্রিং এবং প্যাংগং তাসো লেকের উত্তরে দ্রুত স্থিতাবস্থা ফেরানোর জন্য চিন সরকারের কাছে দাবি জানাবেন তিনি৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
পিছিয়ে আসবে দু' দেশের সেনা? মস্কোয় মুখোমুখি হচ্ছেন ভারত- চিনের বিদেশমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল