'হিন্দুস্তান টাইমস'-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মস্কোতে পৌঁছনোর কথা রয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের৷ তার পরের দিনই মস্কোতে পৌঁছবেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই৷ রাশিয়ায় অনুষ্ঠিত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের মাঝেই এই বৈঠকে অংশ নেবেন দু'দেশের বিদেশমন্ত্রী৷ যদিও এখনও বৈঠকের সময় চূড়ান্ত হয়নি৷
আশা করা হচ্ছে, দুই বিদেশমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হলে লাদাখে সংঘাতের অবস্থান থেকে পুরোপুরি পিছু হঠতে পারে দুই দেশের সেনা৷ ভারত ইতিমধ্যেই দাবি করেছে, ১৯৯৩ সালের দ্বিপাক্ষিক চুক্তিতে থাকা সব শর্ত মেনে চলতে হবে চিনকে৷
advertisement
গত ৫ সেপ্টেম্বর এই মস্কোতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহের বৈঠক হয়৷ যদিও সেই বৈঠকের পর সরকারি ভাবে কিছুই বলেনি কোনওপক্ষ৷ ভারতীয় সেনা অভিযোগ তোলে, গত ২৯ অগাস্ট রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা বদলের চেষ্টা করে চিনা বাহিনী৷ কিন্তু সতর্ক থাকায় চিনা বাহিনীর অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনা৷ শুধু তাই নয়, প্যাংগং তাসো লেকের কাছে গুরুত্বপূর্ণ পাহাড় চূড়ার দখল নিয়ে নেয় তারা৷
এবারের বৈঠকে অতীতের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী চিনের বিদেশমন্ত্রীকে দু' দেশের মধ্যে ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ন্যূনতম সেনা মোতায়েনের শর্ত মনে করিয়ে দেবেন জয়শঙ্কর৷ এর পাশাপাশি গোগরা, হট স্প্রিং এবং প্যাংগং তাসো লেকের উত্তরে দ্রুত স্থিতাবস্থা ফেরানোর জন্য চিন সরকারের কাছে দাবি জানাবেন তিনি৷