TRENDING:

আজ ফের ভারত- চিন কমান্ডার স্তরের বৈঠক, লাদাখ জট কি কাটবে?

Last Updated:

এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চিনা সেনা যে জায়গায় অবস্থান করছিল, তারা সেখানে ফেরত না যাওয়া পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা ফিরেছে বলে মানবে না ভারত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: পূর্ব লাদাখে এখনও যে এলাকাগুলি নিয়ে জটিলতা কাটেনি, তা নিয়ে আলোচনার জন্য এ দিন ফের বৈঠকে বসছে ভারত এবং চিনের সেনা কমান্ডাররা৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে এই নিয়ে পঞ্চম বার কমান্ডার স্তরে বৈঠক হতে চলেছে৷ এ দিন সকাল ১০.৩০ থেকে চিনের দিকে মলডোতে এই বৈঠক শুরু হওয়ার কথা৷
advertisement

ভারতের অভিযোগ, এখনও প্যাংগং তাসো হ্রদ, ফিঙ্গার পয়েন্ট, গোগরা, হটস্প্রিং থেকে পিছু হঠেনি চিনা সেনা৷ ফলে ভারতও ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করেনি৷ যে কারণে ওই জায়গাগুলিতে এখনও সংঘাতের পরিস্থিতি থেকেই গিয়েছে৷ চিনের দাবি খারিজ করে ভারত স্পষ্ট জানিয়েছে, পূর্ব লাদাখে এখনও সেনা প্রত্যাহারের প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি৷

এর আগের চার দফা আলোচনার ভিত্তিতে প্রতিশ্রুতি মতোই গালওয়ান উপত্যকা থেকে পিছু হঠেছে দু' দেশের সেনা৷ কিন্তু প্যাংগং তাসো হ্রদ সংলগ্ন অঞ্চল এবং গোগরার প্যাট্রলিং পয়েন্ট ১৭ নিয়ে এখনও জটিলতা কাটেনি৷ প্যাংগং তাসো এবং ডেপস্যাংয়ের সমতল ভূমিতে এখনও দু' দেশের অন্তত ৫০ জন করে সেনা মুখোমুখি অবস্থান করছে বলে খবর৷

advertisement

পূর্ব লাদাখ নিয়ে জটিলতা কাটাতে এখনও পর্যন্ত ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে কমান্ডার স্তরে চার দফার বৈঠক হয়েছে৷ এর পাশাপাশি কূটনৈতিক স্তরে দু' দফায় ডব্লিউএমসিসি-র বৈঠক হয়েছে৷ পাশাপাশি, দুই দেশের বিশেষ প্রতিনিধি অজিত ডোভাল এবং চিনের ওয়াং ই নিজেদের মধ্যে একবার ভার্চুয়াল বৈঠক করেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতীয় সেনার এক শীর্ষ কর্তা জানিয়েছিলেন, এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চিনা সেনা যে জায়গায় অবস্থান করছিল, তারা সেখানে ফেরত না যাওয়া পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা ফিরেছে বলে মানবে না ভারত৷ ততদিন পর্যন্ত ভারতও নিজেদের সেনা সরাবে না৷ চিনা আগ্রাসন রুখতে এবারের শীতে লাদাখে উঁচু এবং পার্বত্য এলাকাগুলিতে অন্তত ৪০ হাজার সেনা মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে ভারত৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
আজ ফের ভারত- চিন কমান্ডার স্তরের বৈঠক, লাদাখ জট কি কাটবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল