TRENDING:

চিনকে উচিৎ শিক্ষা দিতে তৈরি হচ্ছে ভারত, প্যাংগং লেকের আশপাশের গ্রাম খালি করা শুরু...

Last Updated:

ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনার জন্য ১৯ জুন সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: ২০ জন সেনা জওয়ানের হত্যার ঘটনা মনে রাখবে ভারতবাসী। শহিদ সেনাদের মৃত্যুতে শোকজ্ঞাপন করতে গিয়ে এমনই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷ একই সুর শোনা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর গলায়৷ এবার সম্ভবত তারই প্রস্তুতি শুরু করে দিল ভারত৷ লাদাখের সীমান্ত এলাকায় প্রস্তুতি চলছে জোরদার৷ চিনা সীমান্তে ভারতীয় গ্রামগুলি একে একে খালি করা হচ্ছে৷ প্যাংগং লেকের আশেপাশে বসবাসকারীদের মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে৷ এমনকী শোনা যাচ্ছে যে যোগাযোগের জন্য যে ল্যান্ডলাইন পরিষেবা ব্যবহার করে সেনা, তাও বিচ্ছিন্ন করা হয়েছে৷ শুধুমাত্র অপরেশনের জন্য যেই ফোন চালু রাখা প্রয়োজন, সেই গুলিই কাজ করছে৷ লেহ শহরে সেনা ছাড়া সাধারণ মানুষের যাতায়াতও বন্ধ করা হয়েছে৷ শ্রীনগর-লে হাইওয়ে বন্ধ হয়েছে সাধারণ নাগরিকদের জন্য৷
advertisement

ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনার জন্য ১৯ জুন সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী৷ যেখানে চিন-ভারতের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং কীভাবে চিনকে উত্তর দেওয়া যায়, তারই মতামত চাওয়া হবে সব দলগুলি থেকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরেই৷ যদিও তারপর দুই দেশের উচ্চপর্যায়ের সেনা আধিকারীকদের মধ্যে বৈঠক হয়৷ জানা যায় যে, উত্তেজনা প্রশমিত করতে সীমান্ত থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছে দ'পক্ষই৷ চিন জানিয়ে দেয় যে ভারতের সঙ্গে কোনও রকম সংঘাতে যেতে চায় না তারা৷ পরবর্তীতে গালওয়ানে ২০জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় চিনের বক্তব্য ছিল যে, তাদের উস্কেছে ভারতই৷ সীমান্তে চিনের মাটিতে ঢুকে পড়েছিলে ভারতীয় সেনা, এমনই দাবি জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র৷ ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন এই ঘটনায়৷ তবে চিনের কতজন সেনা আহত বা নিহত হয়েছে তা নিয়ে মুখ খোলেনি চিন৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনকে উচিৎ শিক্ষা দিতে তৈরি হচ্ছে ভারত, প্যাংগং লেকের আশপাশের গ্রাম খালি করা শুরু...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল