ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনার জন্য ১৯ জুন সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী৷ যেখানে চিন-ভারতের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং কীভাবে চিনকে উত্তর দেওয়া যায়, তারই মতামত চাওয়া হবে সব দলগুলি থেকে৷
ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরেই৷ যদিও তারপর দুই দেশের উচ্চপর্যায়ের সেনা আধিকারীকদের মধ্যে বৈঠক হয়৷ জানা যায় যে, উত্তেজনা প্রশমিত করতে সীমান্ত থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছে দ'পক্ষই৷ চিন জানিয়ে দেয় যে ভারতের সঙ্গে কোনও রকম সংঘাতে যেতে চায় না তারা৷ পরবর্তীতে গালওয়ানে ২০জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় চিনের বক্তব্য ছিল যে, তাদের উস্কেছে ভারতই৷ সীমান্তে চিনের মাটিতে ঢুকে পড়েছিলে ভারতীয় সেনা, এমনই দাবি জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র৷ ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন এই ঘটনায়৷ তবে চিনের কতজন সেনা আহত বা নিহত হয়েছে তা নিয়ে মুখ খোলেনি চিন৷
advertisement