দক্ষিণ চিন সাগরের উপরে একাধিপত্য কায়েম করতে চায় চিন৷ সেখানে অন্য কোনও দেশের উপস্থিতি সহ্য করতে পারে না তারা৷ দক্ষিণ চিন সাগরের উপরে একাধিক দেশের দাবি রয়েছে৷ চিন অবশ্য তা মানতে চায় না৷ উল্টে সেখানে কৃত্রিম দ্বীপ এবং সামরিক পরিকাঠামো তৈরি করেছে তারা৷ যা নিয়ে চিনের উপরে বেজায় ক্ষুব্ধ আমেরিকা৷
advertisement
সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ চিন সাগরে মোতায়েন করা ভারতীয় যুদ্ধজাহাজটির সঙ্গে সেখানে মোতায়েন করা মার্কিন রণতরীগুলিরও নিয়মিত যোগাযোগ ছিল৷ অন্যান্য দেশের যুদ্ধজাহাজ বা জলযানগুলির উপরে সতর্ক নজর রাখছিল দুই দেশের নৌবাহিনী৷ দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সারা হয়৷ যাতে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে হইচই না হয়৷
ওই একই সময়ে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মালাক্কা প্রণালীতেও নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত৷ সাধারণত ওই পথেই ভারত মহাসাগরে প্রবেশ করে চিনা জাহাজগুলি৷ ফলে চিনা নৌবাহিনী জলপথে কোনও আগ্রাসন যাতে দেখাতে না পারে, তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করে ভারতীয় নৌবাহিনী৷
এর পাশাপাশি জলপথে চিনা অনুপ্রবেশের উপরে নজরদারি চালাতে মানবহীন স্বয়ংক্রিয় জলযান এবং অত্যাধুনিক সেন্সর ও প্রযুক্তি কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী৷ মালাক্কা প্রণালী থেকে ভারত মহাসাগরে প্রবেশের পথে সমুদ্রের নীচে এই অত্যাধুনিক সাজ- সরঞ্জামগুলি মোতায়েন করা হবে৷