দ্বিপাক্ষিক চুক্তি এবং সম্পর্কের ওপর জোর দিতে চাইছে ভারত ও চিন৷ কোনও রকম অশান্তির রাস্তায় হাঁটতে চাইছেন না কোনও দেশই ৷ সেক্ষেত্রে দু দেশের সম্পর্কে সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ সেখানে কোনও রকম উত্তেজনা চাইছেন না কোনও পক্ষই৷
মান্ডোর বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট এই বৈঠকটি হয়৷ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ছুশুল সেক্টরে মুখোমুখি হয়েছিলেন দুই দেশের সামরিক বাহিনীর প্রতিনিধিরা৷ এই বছরই ভারত-চিনের কূটনীতিক সম্পর্ক ৭০ বছরে পা দিয়েছে৷ সেই সম্পর্ক আরও মজবুত করা পক্ষে এগোবে দুই দেশ৷ একসঙ্গে সামরিক ও কূটনৈতিক কাজে যোগ দিতে চায় দুই দেশ৷ তাই সীমান্ত সমস্যা সমাধান খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চাইছে ভারত ও চিন৷ বজায় রাখতে চাইছে শান্তি৷
advertisement
প্যাংগং লেকের পাশ দিয়ে রাস্তা তৈরি করছে চিন৷ এছাড়াও দুর্বুক-শায়ক-দৌলত বেগ ওল্ডিকে যুক্ত করতে আরও একটি সকড়পথ তৈরি করছে চিন৷ যা থেকে দুদেশের মধ্যে শুরু হয় চাপানউতোর৷ ভারতীয় সেনা বাহিনীও কঠোর মনোভাব দেখায়৷
প্যাংগং সাও এবং গালওয়ান উপত্যকায় প্রায় ২৫হাজার সেনা মোতায়ন করে চিন৷ সীমান্তে যথেষ্ট আগ্রাসী মনোভাব দেখাতে থাকে তারা৷ ভারতীয় বাহিনীও যে যথেষ্ট শক্তিশালী, সেই বার্তাও দেওয়া হয়৷