সেই গত ৫ মে থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল৷ লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন ভারতের ২০ জন জওয়ান৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গত ৪৫ বছরের ইতিহাসে এটাই প্রথম মৃত্যুর ঘটনা৷ ভারতীয় সেনা বাহিনী জানিয়েছে, ভারত-চিন দুপক্ষেরই সেনার মৃত্যু হয়েছে৷ যদিও বেজিং-এর তরফে মৃত্যুর বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি৷ সোমবার রাতে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সংঘর্ষ হয়৷ মঙ্গলবার সকালে গালওয়ান ঘাঁটির পয়েন্ট ১৪-এ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের খবর আসে ৷ প্রাথমিকভাবে ১৫ তারিখ অর্থাৎ সোমবার রাতে হওয়া এই সংঘর্ষে ভারতীয় সেনার ১ কর্নেল সহ তিন জওয়ানের নিহত হওয়ার খবর আসে ৷ তখনই বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ৷ রাত গড়াতেই সেই আশঙ্কাই সত্যি হল ৷ সংবাদসংস্থা এএনআই ২০ জন ভারতীয় সেনা জওয়ানের নিহত বলে দাবি করে ৷
advertisement