TRENDING:

ভারত চিন কর্পস কম্যান্ডার স্তরে বৈঠক শুরু, সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টা

Last Updated:

গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে চিনা সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সীমান্তে উত্তেজনা কমাতে ফের একদফা আলোচনা শুরু করল ভারত এবং চিনের সেনাবাহিনী৷ এ দিনই ভারত এবং চিনের সেনার মধ্যে কর্পস কম্যান্ডার স্তরে বৈঠক শুরু হয়েছে৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চিনের দিকে মোলডো-তে এই বৈঠক হচ্ছে৷
advertisement

গত ৬ জুনও দুই বাহিনীর কর্পস কম্যান্ডারের মধ্যে বৈঠক হয়েছিল৷ সেখানে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক এলাকা থেকে বাহিনী সরানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছিল দু' পক্ষই৷ সেই বৈঠকে ভারতের তরফে দাবি করা হয়, ৪ মে-র আগে নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনার যে অবস্থান ছিল, তাতেই ফিরে যেতে হবে চিনকেও৷

যদিও ভারতের এই প্রস্তাবে কোনও সাড়া দেয়নি চিন৷ এমনকী, নিজেদের সেনা ঘাঁটি থেকে যে ১০ হাজার সেনাকে তাঁরা প্রকৃত নিয়ন্ত্ররেখার কাছাকাছি এনে রেখেছিল, তাঁদেরকেও সরায়নি৷

advertisement

চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাকেও ব্যতিক্রমী পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে৷ এ দিনের বৈঠকে সেকথাও চিনা বাহিনীকে জানিয়ে দেওয়া হবে৷

একই সঙ্গে গত ৬ জুনের বৈঠকে গালওয়ান উপত্যকা-সহ অন্যান্য জায়গা থেকে বাহিনী প্রত্যাহার করে উত্তেজনা কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়, তাও মেনে চলার জন্য চিনকে অনুরোধ করা হবে৷ ভারতীয় ভূখণ্ডের কাছেই নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ঘাঁটিগুলিতে চিনের বায়ুসেনার পক্ষ থেকে বোমারু বিমান এনে রাখা সহ যে পরিকাঠামো তৈরি করা হচ্ছে, তা নিয়েও এ দিনের বৈঠকে ভারতের তরফে আপত্তি জানানো হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালবাগ হাসপাতালে চালু পোর্টেবল ইউএসজি পরিষেবা, হাজার হাজার রোগীর উপকার
আরও দেখুন

সীমান্তে উত্তেজনা কমাতে গত প্রায় একমাস ধরে চিন এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে৷ এরই মধ্যে গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে চিনা সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ভারত চিন কর্পস কম্যান্ডার স্তরে বৈঠক শুরু, সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল