TRENDING:

সংস্কৃত শ্লোকে চিনকে ‘দুষ্ট’ সম্বোধন, ভারত-চিন নিয়ে কড়া হলেন প্রধানমন্ত্রী মোদি

Last Updated:

এদিন সংস্কৃত শ্লোক পাঠ করে মোদি চিনকে ‘দুষ্ট’ হিসেবে সম্বোধনও করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে চিনের প্রতি কোনওরকম মায়া নয় ! মন কি বাতে-তে প্রধানমন্ত্রীর বক্তব্যে যেন এমনটাই ধরা পড়ল ৷ স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, ভারত যেমন বন্ধুত্বও করতে পারে, তেমন শত্রুতারও উচিত জবাব দিতে তৈরি সব সময় !
advertisement

এদিন সংস্কৃত শ্লোক পাঠ করে মোদি চিনকে ‘দুষ্ট’ হিসেবে সম্বোধনও করেন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এ উঠে এল ভারত-চিনা সীমান্ত সমস্যা ও  দেশের করোনা পরিস্থিতির কথা ৷

দেশ বিপাকের মুখে ৷ একদিকে বাড়তে থাকা করোনার প্রকোপ, তো অন্যদিকে ভারত-চিনের সীমান্ত সমস্যা নিয়ে উত্তপ্ত লাদাখ উপত্যকা ৷ এদিন মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ভারত কখনও সংকটকে ভয় পায়নি ৷ বহুবার সংকটের সঙ্গে কঠোর মোকাবিলা করেছে এদেশ ৷ আমাদের ইতিহাস চ্যালেঞ্জে ভরা ৷ তাই ভারত কখনও সংকটের ভয় করে না৷

advertisement

ভারত-চিন সীমান্ত সমস্যার প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত যেমন বন্ধুত্ব করতে পারে ৷ তেমনি ভারতের সঙ্গে কেউ শত্রুতা করতে চাইলে তাঁর উচিত শিক্ষাও দিতে পারে ৷ আমাদের প্রচেষ্টা এটাই থাকবে যে সীমান্তে আমরাও আরও বেশি শক্তিশালী হব ৷ দেশ আরও বেশি আত্ম-নির্ভর হবে ৷ তবেই আমাদের শহিদ জওয়ানেরা সঠিক অর্থে শ্রদ্ধা পাবে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মন কি বাত অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বলেন, ‘দেশে ধীরে ধীরে লকডাউন শেষ হয়ে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এই সময়টা গোটা দেশবাসীকে সতর্ক থাকতে হবে ৷ সবাইকে মাস্ক পরতে হবে ৷ তবেই আমরা সবাই করোনার সঙ্গে মোকাবিলা করতে পারব ৷ তবেই দেশ থেকে করোনা দূর হবে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সংস্কৃত শ্লোকে চিনকে ‘দুষ্ট’ সম্বোধন, ভারত-চিন নিয়ে কড়া হলেন প্রধানমন্ত্রী মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল