অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সংসদে জানিয়েছিলেন যে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণে সেনা প্রত্যাহার করার জন্য চিনের সঙ্গে একটি চুক্তি হয়েছে৷ এই চুক্তিতে ভারতীয় সেনা গতিবিধিতে কোনও প্রভাব পড়বে না বলেই তিনি জানান। তিনি বলেন যে, সেনা প্রত্যাহারের জন্য প্যাংগং লেক অঞ্চলে চিনের সঙ্গে চুক্তি অনুযায়ী দুই পক্ষ নিজেদের স্বার্থে সেনা সরিয়ে দেবে৷
advertisement
সীমান্তে নয় মাস অবরুদ্ধ থাকার পরে এই সাফল্য অর্জিত হয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন যে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন ও টহল সম্পর্কে কিছু বিচারাধীন বিষয় রয়েছে, যা পরবর্তীতে আলোচনা হবে।
এদিকে, ভারতীয় সেনার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে প্যাংগং লেকের দক্ষিণ উপকূল থেকে চিনের পিপলস লিবারেশন আর্মির তিনটি ট্যাঙ্ক এবং ভারতীয় সেনা একটি ট্যাঙ্ক প্রত্যাহার করছে। এ ছাড়া দুই পক্ষের সেনাদের মধ্যে বৈঠকের সংক্ষিপ্ত ফুটেজও উঠে এসেছে। সূত্রের খবর, নির্দিষ্ট সংঘর্ষ অঞ্চল থেকে ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া সামরিক সরঞ্জাম অপসারণের প্রক্রিয়া সমাপ্তির দিকে, অন্যদিকে লেকের উত্তরের উপকূলে থেকে সেনা প্রত্যাহার করার চলছে।
উল্লেখ্য, গত নয় মাস ধরে পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে অচলাবস্থা ছিল। এই অচলাবস্থার অবসান ঘটাতে, ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে উভয় পক্ষই সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক আলোচনা করেছে।