বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গালওয়ানের সংঘর্ষ নিয়ে চিনের বিদেশমন্ত্রীকে এ দিন কড়া বার্তা দিয়েছেন এস জয়শঙ্কর৷ চিনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, দু' দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এই বেনজির ঘটনার গুরুতর প্রভাব পড়বে৷ পরিস্থিতির উন্নতির জন্য চিনকেই যে তাঁদের ভুল সংশোধন করে সঠিক পদক্ষেপ করতে হবে, ভারতের পক্ষ থেকে তা স্পষ্ট জানানো হয়েছে বলে বিদেশমন্ত্রকের দাবি৷
advertisement
বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী এ দিন এস জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রীকে বলেন, 'গালওয়ানের ঘটনা চিনের পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং তার জেরে যা যা হয়েছে, তার জন্যেও চিনই দায়ী৷'
আলোচনায় অবশ্য দু' তরফই আরও দায়িত্বশীল ভাবে সীমান্ত পরিস্থিতি সামাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর৷ ৬ জুন দুই দেশের সেনা কর্তাদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উত্তেজনা কমাতে উভয় পক্ষই সচেষ্ট হবে বলে এ দিনের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে৷ এই বৈঠকের পর সত্যিই লাদাখে উত্তেজনা কমে কি না, তা সময়ই বলবে৷ তবে কূটনৈতিক আলোচনা চললেও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত শান্তির পক্ষে হলেও যে কোনও উস্কানির যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখে৷
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দীর্ঘদিন চিনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন৷ ফলে চিনের কূটনৈতিক চালের সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহল৷ যা ভারতের পক্ষে বড় সুবিধা৷