১৩০কোটি ভারতীয়দের ফোনের তথ্য থাকবে নিরাপদে৷ ফোনের মাধ্যমে কোনও আড়ি পাতা হবে না৷ এটাই কাম্য৷ তবে চিনা অ্যাপের মাধ্যমে সেই নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছিল৷ অনেক দিন ধরেই এই অভিযোগ উঠছিল৷ অ্যান্ড্রয়েড এবং আইফোনের আইওএস (iOS)-এ ক্রমাগত নজরদারি চালানো ও তথ্য চুরির মতো গুরুতর অভিযোগ ছিল এই সব চিনা অ্যাপগুলির বিরুদ্ধে৷ সীমান্তে ভারতী-চিন সংঘর্ষের পরে এবার সেই নিয়ে ব্যবস্থা নিল সরকার৷
advertisement
শুধুমাত্র সীমান্তে নয়, চিনের বিরুদ্ধে সব রকমভাবে পদক্ষেপ গ্রহণে ব্যস্ত ভারত সরকার৷ এবার চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে সেই বিষয়টি আরও একবার বুঝিয়ে দিল তারা৷
advertisement
Location :
First Published :
June 29, 2020 11:10 PM IST