TRENDING:

'চিনকে যোগ্য জবাব দিক ভারত', প্রতিক্রিয়া ইন্দো-চিন সংঘর্ষে শহিদ বীরভূমের বাঙালি জওয়ানের পরিবারের

Last Updated:

বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন । এরপর থেকে লাদাখেই কর্মরত ছিলেন তিনি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: লাদাখে ইন্দো-চিন সংঘর্ষের জেরে বাঙালি জওয়ানের মৃত্যু হয়েছে।  মৃতের নাম রাজেশ ওরাং। বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন । এরপর থেকে লাদাখেই কর্মরত ছিলেন তিনি । এ দিন সংঘর্ষে শহিদ হন । মৃতের পরিবারের দাবি,  চিনকে যোগ্য জবাব দিক ভারত ।
advertisement

জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার বিকেলে রাজেশ ওরাং-য়ের মৃত্যুর খবর সেনার তরফে ফোন করে জানানো হয় । ২০১৫ সালে ভারতীয় সৈন্য বিভাগে কাজে যোগদান করেছিল রাজেশ । তারপর থেকে লাদাখে ভারত- চিন সীমান্তেই কর্তব্যরত ছিলেন ৷ গতকাল তার পরিবারের কাছে তার মৃত্যুর খবর এসে পৌঁছয় । দেশের জন্য প্রান দিয়েছে ছেলে , গর্বিত গোটা গ্রাম-সহ রাজেশের পরিবার ।

advertisement

এদিকে রাকেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় । ট্যুইট করে তিনি রাজেশ ওরাং-র পরিবারের প্রতি গভীর শোকজ্ঞাপন করেছেন ।

বুধবার সকাল থেকেই রাজেশের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা । গ্রামের বাসিন্দারা বিশ্বাসই করতে পারছেন না রাজেশ আর নেই। সরস্বতী পুজোর সময় বাড়িতে ফিরেছিলেন । বিয়ের সম্বন্ধ দেখা চলছিল । রাজেশ এসে ফাইনাল করলেই সেই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হত । কিন্তু গতকাল হঠাৎ করে আর্মি অফিস থেকে আসা ফোনে সব শেষ । রাজেশ শর্মা , মমতা ওরাং ও তাঁর বোন শকুক্তলা ওরাংয়ের প্রতিক্রিয়া , "দাদার-সহ অন্যান্য জওয়ানদের মৃত্যুর যোগ্য জবাব দিক ভারত ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

Supratim Das

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'চিনকে যোগ্য জবাব দিক ভারত', প্রতিক্রিয়া ইন্দো-চিন সংঘর্ষে শহিদ বীরভূমের বাঙালি জওয়ানের পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল