TRENDING:

শুক্রবার লাদাখ যাচ্ছেন রাজনাথ সিং, ঘুরে দেখতে পারেন সীমান্ত পরিস্থিতি

Last Updated:

মঙ্গলবারই চিন এবং ভারতীয় সেনার মধ্যে কম্যান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠক শেষ হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: লাদাখে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত- চিন দু' তরফেই সেনা স্তরে আলোচনা চলছে৷ এরই মধ্যে আগামী শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লাদাখ সফরে যাচ্ছেন বলে খবর৷ লাদাখে গিয়ে চিন সীমান্তে মোতায়েন সেনা জওয়ান এবং অফিসারদের সঙ্গে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী৷ পাশাপাশি সীমান্তের পরিস্থিতিও ঘুরে দেখতে পারেন তিনি৷ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেই সেনাপ্রধান এম এম নারভানেও লাদাখ সফরে যাবেন বলেও জানা গিয়েছে৷
advertisement

সূত্রের খবর অনুযায়ী, এক দিনের সফরেই লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান৷ ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফে এই সফরের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ চিন এবং ভারতের মধ্যে সীমান্তে উত্তেজনা শুরুর পর এটাই প্রতিরক্ষামন্ত্রীর প্রথম লাদাখ সফর৷ সেনাপ্রধান অবশ্য এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার লাদাখে যাচ্ছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

মঙ্গলবারই চিন এবং ভারতীয় সেনার মধ্যে কম্যান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠক শেষ হয়েছে৷ প্রায় ১২ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকটি জায়গায় পিছু হঠার বিষয়ে রাজি হয়েছে চিন৷ তবে প্যাংগং লেক সংলগ্ন এলাকা নিয়ে এখনও জট কাটেনি৷ এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধানের লাদাখ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
শুক্রবার লাদাখ যাচ্ছেন রাজনাথ সিং, ঘুরে দেখতে পারেন সীমান্ত পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল