TRENDING:

শুক্রবার লাদাখ যাচ্ছেন রাজনাথ সিং, ঘুরে দেখতে পারেন সীমান্ত পরিস্থিতি

Last Updated:

মঙ্গলবারই চিন এবং ভারতীয় সেনার মধ্যে কম্যান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠক শেষ হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: লাদাখে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত- চিন দু' তরফেই সেনা স্তরে আলোচনা চলছে৷ এরই মধ্যে আগামী শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লাদাখ সফরে যাচ্ছেন বলে খবর৷ লাদাখে গিয়ে চিন সীমান্তে মোতায়েন সেনা জওয়ান এবং অফিসারদের সঙ্গে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী৷ পাশাপাশি সীমান্তের পরিস্থিতিও ঘুরে দেখতে পারেন তিনি৷ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেই সেনাপ্রধান এম এম নারভানেও লাদাখ সফরে যাবেন বলেও জানা গিয়েছে৷
advertisement

সূত্রের খবর অনুযায়ী, এক দিনের সফরেই লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান৷ ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফে এই সফরের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ চিন এবং ভারতের মধ্যে সীমান্তে উত্তেজনা শুরুর পর এটাই প্রতিরক্ষামন্ত্রীর প্রথম লাদাখ সফর৷ সেনাপ্রধান অবশ্য এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার লাদাখে যাচ্ছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মঙ্গলবারই চিন এবং ভারতীয় সেনার মধ্যে কম্যান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠক শেষ হয়েছে৷ প্রায় ১২ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকটি জায়গায় পিছু হঠার বিষয়ে রাজি হয়েছে চিন৷ তবে প্যাংগং লেক সংলগ্ন এলাকা নিয়ে এখনও জট কাটেনি৷ এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধানের লাদাখ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
শুক্রবার লাদাখ যাচ্ছেন রাজনাথ সিং, ঘুরে দেখতে পারেন সীমান্ত পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল