TRENDING:

সীমান্ত হোক বা হাসপাতাল, সবদিক দিয়েই তৈরি ভারত, চিনকে হুঁশিয়ারি রাজনাথের

Last Updated:

পূর্ব লাদাখের গালওয়ানে গত ১৫ জুন ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনার মৃত্যু হয়৷ এর পর থেকেই সীমান্তে উত্তেজনা তুঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সীমান্ত হোক বা হাসপাতাল, সবদিক দিয়েই তৈরি রয়েছে ভারত৷ নাম না করেই চিনকে এমনই কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এ দিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি অস্থায়ী কোভিড হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমনই দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী৷
advertisement

এ দিন দিল্লিতে করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি ১০০০ শয্যার একটি অস্থায়ী হাসপাতালের পরিদর্শনে যান রাজনাথ সিং এবং অমিত শাহ৷ সেখানেই চিন সীমান্তে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনাথ বলেন, 'আমরা যে কোনও ক্ষেত্রে লড়াইয়ের জন্য প্রস্তুত৷ সীমান্ত হোক অথবা হাসপাতাল, ভারত কখনও প্রস্তুতিতে পিছিয়ে থাকে না৷'

পূর্ব লাদাখের গালওয়ানে গত ১৫ জুন ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনার মৃত্যু হয়৷ এর পর থেকেই সীমান্তে উত্তেজনা তুঙ্গে৷ আলোচনার মাধ্যমে দুই দেশ উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও সামরিক দিক দিয়ে সীমান্তে চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে দু' পক্ষই৷ চিনের পাল্টা ভারতও লাদাখ সীমান্তে অতিরিক্ত বাহিনী থেকে শুরু করে সমরাস্ত্র, যুদ্ধবিমান, সবই নিয়ে গিয়েছে৷ গত শুক্রবারই আচমকা লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনিও নাম না করেই চিনকে কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, যে কোনও পরিস্থিতির জন্যই ভারতীয় সেনা প্রস্তুত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে ১০০০ বেডের এই অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে৷ সেখানে ২৫০টি আইসিইউ বেড রয়েছে৷ মাত্র ১১ দিনের মধ্যে এই হাসপাতাল তৈরি করা হয়েছে৷ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওই হাসপাতাল পরিদর্শনে যান৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সীমান্ত হোক বা হাসপাতাল, সবদিক দিয়েই তৈরি ভারত, চিনকে হুঁশিয়ারি রাজনাথের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল