তবে সত্যি কথা বলতে গর্বিত হলেও কিছুটা খেদ রয়ে গিয়েছে তাঁর মনে। পরিষ্কার জানালেন,"ভারত সরকার আমার ছেলেকে মরণোত্তর এই সম্মান দেওয়ায় আমি গর্বিত। কিন্তু একশো শতাংশ নয়। আমার মনে হয় সন্তোষের পরমবীর চক্র (Param Vir Chakra) পাওয়া উচিত ছিল। যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে তাতে সামরিক পুরস্কারের সেরা পুরস্কার ওঁর পাওয়া উচিত ছিল। যাই হোক, যে কোনও সম্মান যা সরকারের তরফ থেকে আসে তা অত্যন্ত গর্বের"। তেলেঙ্গানা সরকার সন্তোষ বাবুর পরিবারকে ৫ কোটি টাকা দেওয়া ছাড়াও একটি জমি এবং গ্রুপ আই - তে স্ত্রীর একটি চাকরির ব্যবস্থা করেছে। মহাবীর চক্র ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে আজ পর্যন্ত মোট ২১ জন পেয়েছেন।এদের মধ্যে ১৪ টি মরণোত্তর (Posthumous)। শেষ পেয়েছিলেন কারগিল যুদ্ধে নিহত ক্যাপ্টেন বিক্রম বাটরা।
advertisement
এছাড়াও তালিকা সোমনাথ শর্মা, আব্দুল হামিদ, বানা সিং, অরুণ ক্ষেত্রপাল, মনোজ পান্ডেদের মত ভারতের বীর সৈনিকরা রয়েছেন। সাধারণত যুদ্ধের সময় বিপক্ষ শিবিরের কতটা ক্ষতি করতে পেরেছে একজন ব্যক্তি, কতটা সাহসিকতার সঙ্গে বিপদের মুখেও নেতৃত্ব দিতে পেরেছে,সেনার পরম্পরা মেনে দেশ এবং ইউনিটের স্বার্থের কথা আগে ভেবে, নিজের কথা সবচেয়ে শেষে ভাবা, এগুলো বিচার-বিবেচনার পরই ঠিক হয় কে কোন পুরস্কার পাওয়ার যোগ্য। তবে সরকারের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।