ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছিল, শনিবার রাতে প্যাংগং তাসো লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা৷ তাদের বাধা দেয় ভারতীয় সেনাবাহিনী৷ দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং সামরিক স্তরেও হওয়া সিদ্ধান্তের শর্তও চিন ভঙ্গ করেছে বলে অভিযোগ করে ভারত৷ সূত্রের খবর অনুযায়ী,
ভারতীয় সেনা জওয়ানরা বাধা দেওয়ায় দুই দেশের সেনাদের মধ্যে ধস্তাধস্তিও বেঁধে যায়৷
advertisement
চিনা দূতাবাসের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ৩১ অগাস্ট প্যাংগং তাসো লেকের দক্ষিণ প্রান্তে এবং চিন-ভারত সীমান্তের পশ্চিম অংশে রেকিন পাসের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনা ভূখণ্ডে প্রবেশ করে উত্তেজনায় প্ররোচনা দেয়৷ দুই দেশ ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তে পৌঁছেছিল, ভারতই তা ভঙ্গ করেছে বলে পাল্টা দাবি করেছে চিন৷ ভারতই শান্তি ভঙ্গের চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ তোলা হয়েছে চিনা দূতাবাসের বিবৃতিতে৷ ভারতের এই আগ্রাসী মনোভাব দুই দেশের উদ্যোগে শুরু হওয়া শান্তি ফেরানোর প্রক্রিয়ার পরিপন্থী বলেও দাবি করেছে চিন৷
সীমান্ত উত্তেজনা বাড়াতে পারে এবং জটিলতা বৃদ্ধি করতে পারে, এমন কোনও পদক্ষেপ থেকে ভারতকে বিরত থাকার জন্যও ওই বিবৃতিতে দাবি করেছে চিনা দূতাবাস৷ পাশাপাশি ভারতীয় বাহিনীকে সংযত হওয়ারও পরামর্শ দিয়েছে তারা৷