একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, ১৮ অগাস্ট ভারত-চিন যুব ফোরামের এক বৈঠকে নিজের মত প্রকাশ করেন সান ওয়েডং৷ রাষ্ট্রদূতের এই মন্তব্য মঙ্গলবার প্রকাশিত হয় চিনা দূতাবাস থেকে। এই ওয়েবিনারে সান ওয়েডং বলেন, 'উন্নতশীল দুই প্রতিবেশী দেশ ভারত ও চিনের পুরনো মানসিকতা থেকে মুক্ত হওয়া উচিৎ৷ এতে একে অপরের ক্ষতি হবে এবং এমন পরিস্থিতিতে ভুল পথে চালিত হবে দুই দেশই'৷
advertisement
এর সঙ্গেই তিনি যোগ করেন যে, 'খুব বেশি দিন হয়নি যখন সীমান্তে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যা চিন বা ভারত কারও কাছেই কাম্য নয়। এই পরিস্থিতি ঠিক করার চেষ্টা হচ্ছে। উন্নয়নের লক্ষ্যে উভয় দেশেরই একটি 'শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ' পরিবেশ প্রয়োজন। চিন ও ভারত, প্রতিবেশী দেশ হিসেবে শান্তি বজার রাখতে হবে এবং কোনও প্রকার সংঘাত এড়ানো উচিত।' মত ভারতে চিনা রাষ্ট্রদূতের৷
জুনে গালওয়ানে অচলাবস্থার পরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কে যে চিড় ধরেছে তা নিয়ে সান ওয়েডং বলেন, 'দুই দেশের অর্থনীতি একে অপরের সঙ্গে চুম্বকের মতো লেগে থাকলেই উন্নতি হবে৷ সেখানে দাঁড়িয়ে কোনও তার মধ্যে বিভেদ আসা উচিত নয়৷ ' তিনি আরও বলেন, 'চিন এবং ভারতের বিভিন্ন সামাজিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে৷ দুই দেশেরই লক্ষ্য উন্নয়নের পথ অনুসরণ করা। '