রাষ্ট্রপু়্ঞ্জের নিরাপত্তা পরিষদের একটি অধিবেশনে মার্কিন সময় অনুযায়ী মঙ্গলবার সকালে চিনের তরফে যে খসড়া পেশ করা হয়, তাতে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঘটনার বিরোধিতা করেছিল সব পক্ষই। কিন্তু কূটনৈতিক মহলের মত, চিন ভারতের দিকেই আঙুল তোলে।
বলই বাহুল্য নিরাপত্তাপরিষদে এই প্রস্তাবটি পেশের নির্দিষ্ট সময়ের মধ্যে সব পক্ষ নীরবতা বজায় রাখলে প্রস্তাবটি গৃহীত হয়। কিন্তু জার্মানি এই প্রস্তাবে আপত্তি জানায় মঙ্গলবার বিকেলে। আপত্তি আসে আমেরিকার তরফেও।
advertisement
উল্লেখ্য এফটিএ পাকিস্তানকে জঙ্গিমদতের প্রশ্নে এখনও ধূসর তালিকায় রেখেছে। জঙ্গিগোষ্ঠীকে আর্থিক মদত বন্ধ না করলে বড় সমস্যার মুখে পড়বে পাকিস্তান, এই মর্মে একাধিক বার্তা দিয়ে রেখেছে এফটিএ। বারবার সময় দেওয়া সত্ত্বেও সেই ধূসর তালিকা থেকে উঠে আসতে পারেনি পাকিস্তান।