"এ দিনের চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিয়াং অ্যাপ নিষিদ্ধকরণের বিষয়ে মুখ খোলেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, চিন গোটা বিষয়টিতে অত্যন্ত উদ্বিগ্ন। পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে।" তিনি আরও বলেন, "আমরা সমস্ত চিনা সংস্থাকেই আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিই। ভারত সরকারের পূর্ণ অধিকার আছে যে কোনও বিদেশি সংস্থাকে আইনবিরুদ্ধ কাজ করতে বাধা দেওয়ার।"
advertisement
বিপদে পড়েছে টিকটক, ক্যাম স্ক্যানার, শেয়ার-ইটের মতো বহু সংস্থা। সোমবারের ঘোষণার পরেই টিকটক এ দিন সরকারি স্তরে যোগাযোগ করে জানায়,ভারতের আইন মেনেই তাঁরা কাজ করবেন। ব্যবহারকারীর গোপনীয়তা এবং সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়া হবে।
সোমবার তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্ত ঘোষণার সময়ে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে ৬৯ (ক) ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও তথ্যের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্য প্রযুক্তি মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, "এই পদক্ষেপ ভারতীয় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত করবে। দেশের সাইবার স্পেসকে সার্বভৌম রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"