লাদাখ সীমান্তে ২০ জন সেনা জওয়ানের শহিদ হওয়ার খবর আসার পর পরই ট্যুইটারে ওই চিকিৎসক লেখেন, 'যে কফিনগুলি ফিরবে সেগুলির গায়েও 'পিএম কেয়ার্স'-এর স্টিকার সাঁটা থাকবে কি না জানতে কৌতূহল হচ্ছে!'
স্বভাবতই ট্যুইটার ব্যবহারকারীরা এই ট্যুইট দেখে নিজেদের ক্ষোভ উগরে দেন৷ চাপে পড়ে সেই ট্যুইট ডিলিটও করে দেন মধু৷ কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে গিয়েছে৷
দলীয় চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ হয় চেন্নাই ম্যানেজমেন্টও৷ বুধবারই বিবৃতি দিয়ে দলের তরফে জানানো হয়, ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে৷ ট্যুইট করে দলের তরফে জানানো হয়, মধু থোট্টাপপিল্লিলের ওই ব্যক্তিগত ট্যুইট সম্পর্কে অবগত ছিল না চেন্নাই টিম ম্যানেজমেন্ট৷ বিবৃতিতে আরও লেখা হয়, 'টিম ম্যানেজমেন্টের অজান্তে করা এই কুরুচিকর ট্যুইটটির জন্য আমরা দুঃখপ্রকাশ করছি৷ তাঁকে দলের চিকিৎসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷'