TRENDING:

ভারত-চিন পরিস্থিতি উত্তপ্ত! ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়ে দিল কেন্দ্র

Last Updated:

একই সঙ্গে ভারতের হাতে থাকা ৫৯টি MiG-29s যুদ্ধবিমান আপগ্রেড করা হচ্ছে৷ এই পুরো প্রকল্পটিতে খরচ হচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতিতে ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র৷ রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই Su-30 MKI ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কেনা হচ্ছে৷ একই সঙ্গে ভারতের হাতে থাকা ৫৯টি MiG-29s যুদ্ধবিমান আপগ্রেড করা হচ্ছে৷ এই পুরো প্রকল্পটিতে খরচ হচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা৷
advertisement

ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার জন্য ২৪৮টি অস্ত্র এয়ার-টাইম এয়ার মিসাইল কেনার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক৷ পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল (১০০০ কিমি দূরে হামলা করতে সক্ষম) তৈরির ছাড়পত্রও দিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতির আবহে অত্যাধুনিক ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয় বায়ুসেনা৷ প্রস্তাবপত্রে বলা হয়েছিল, রাশিয়ার থেকে আরও MiG-29s যুদ্ধবিমান কেনার সঙ্গে MiG-29 কেনার চলতি চুক্তিতেও কিছু অদলবদল করা হবে৷ ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সরকারকে পাঠানো বায়ুসেনার প্রস্তাব এও বলা হয়েছিল, এই যুদ্ধবিমান সম্বন্ধীয় সব উপকরণ ও যাবতীয় প্রক্রিয়া একেবারে স্বচ্ছ ভাবে বরাতের মাধ্যমে যেন করা হয়, যাতে না ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি হয়৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ভারত-চিন পরিস্থিতি উত্তপ্ত! ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়ে দিল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল