TRENDING:

লাদাখে নিয়মিত উইন্টার ডিজেল পাবে সেনা, সীমান্তে উত্তেজনা বাড়তেই পদক্ষেপ কেন্দ্রের

Last Updated:

শীতকালে লাদাখের বহু বাসিন্দাকেই ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ব্যবহার করতে হয় যাতে তা জমে না যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাদাখে ভারত- চিন উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীর জন্য ভাল খবর৷ এ বছর শীতকালে লাদাখে সেনাবাহিনীকে উইন্টার ডিজেল সরবরাহ করা হবে৷ সমতল থেকে অনেকটা উঁচুতে থাকা লাদাখে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের অনেকটা নীচে নেমে যায়৷ তখন সাধারণ ডিজেল ঠান্ডায় জমে যায়৷ তাই উইন্টার ডিজেলের জোগান নিশ্চিত হলে সেনাবাহিনীর চিন্তা অনেকটাই কমবে৷
advertisement

শীতকালে লাদাখের বহু বাসিন্দাকেই ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ব্যবহার করতে হয় যাতে তা জমে না যায়৷ লাদাখ সীমান্তে চিনের সঙ্গে বিবাদ বাড়ার পরই সেই সমস্যা কাটাতে সেনাকে উইন্টার ডিজেল সরবরাহে উদ্যোগী হয়েছে সরকার৷ এবার থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল নিয়মিত লাদাখে সেনাবাহিনীকে উইন্টার ডিজেল সরবরাহ করবে৷

গত বছর নভেম্বর মাসেই লাদাখে উইন্টার গ্রেড ডিজেল বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের খবর অনুযায়ী, ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স (DGQA)-এর তরফেও সেনাকে উইন্টার ডিজেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বর্তমানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পার্বত্য এলাকায় ভারতীয় সেনার জন্য এক বিশেষ ধরনের ডিজেল সরবরাহ করে৷ যা -৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জমে না৷ কিন্তু এবার যে উইন্টার ডিজেল সরবরাহ করা হবে, তার মান অনেক ভাল৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
লাদাখে নিয়মিত উইন্টার ডিজেল পাবে সেনা, সীমান্তে উত্তেজনা বাড়তেই পদক্ষেপ কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল