advertisement
অমিত শাহের ট্যুইট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, গত ১৫ জুন ভারত-চিন সীমান্তে সংঘর্ষে আহত এক ভারতীয় জওয়ানের বাবা রাহুল গান্ধির কাছে আবেদন জানাচ্ছেন, সীমান্তে তৈরি উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজনীতি করবেন না৷ এক কর্নেল সহ ২০ জন সেনা চিনের অতর্কিত হামলায় শহিদ হয়েছেন৷
শুক্রবারই চিন সমস্যা নিয়ে সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও৷ বৈঠকে মোদি জানান, ভারতের কোনও অংশ চিন দখল করতে পারেনি৷ একজন জওয়ানও চিনের হেফাজতে নেই৷ শনিবার রাহুল ট্যুইটারে লেখেন, 'চিনের আগ্রাসনের কাছে ভারতের অংশ সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কেন আমাদের জওয়ানরা শহিদ হলেন? তাঁদের কোথায় হত্যা করা হল?'
রাহুলকে পাল্টা ট্যুইট করে অমিত শাহ লিখেছেন, 'একজন বীর সেনা জওয়ানের বাবার এই বক্তব্যই রাহুল গান্ধির কাছে সুস্পষ্ট বার্তা দিচ্ছে৷ যখন গোটা দেশ একজোট , রাহুল গান্ধির উচিত নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবার পাশে দাঁড়ানো৷'