TRENDING:

'সস্তার রাজনীতি করবেন না,' জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে পাল্টা নিশানা অমিত শাহের

Last Updated:

ভারত-চিন সীমান্তে চিনের হামলায় আহত এক জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের অংশ চিনের আগ্রাসনের কাছে সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটারে মোদিকে নিশানা করে এমনই আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এরপরেই ভারত-চিন সীমান্তে চিনের হামলায় আহত এক জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement

advertisement

অমিত শাহের ট্যুইট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, গত ১৫ জুন ভারত-চিন সীমান্তে সংঘর্ষে আহত এক ভারতীয় জওয়ানের বাবা রাহুল গান্ধির কাছে আবেদন জানাচ্ছেন, সীমান্তে তৈরি উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজনীতি করবেন না৷ এক কর্নেল সহ ২০ জন সেনা চিনের অতর্কিত হামলায় শহিদ হয়েছেন৷

শুক্রবারই চিন সমস্যা নিয়ে সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও৷ বৈঠকে মোদি জানান, ভারতের কোনও অংশ চিন দখল করতে পারেনি৷ একজন জওয়ানও চিনের হেফাজতে নেই৷ শনিবার রাহুল ট্যুইটারে লেখেন, 'চিনের আগ্রাসনের কাছে ভারতের অংশ সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কেন আমাদের জওয়ানরা শহিদ হলেন? তাঁদের কোথায় হত্যা করা হল?'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রাহুলকে পাল্টা ট্যুইট করে অমিত শাহ লিখেছেন, 'একজন বীর সেনা জওয়ানের বাবার এই বক্তব্যই রাহুল গান্ধির কাছে সুস্পষ্ট বার্তা দিচ্ছে৷ যখন গোটা দেশ একজোট , রাহুল গান্ধির উচিত নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবার পাশে দাঁড়ানো৷'

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'সস্তার রাজনীতি করবেন না,' জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে পাল্টা নিশানা অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল