TRENDING:

করোনা এবং লাদাখে সংঘাত, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই লড়াইয়ে জিতবে ভারত: অমিত শাহ

Last Updated:

করোনা হোক বা লাদাখ কাণ্ড, কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস৷ এ দিন সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসকেও জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা এবং সীমান্তে চিনের সঙ্গে সংঘাত- দুই লড়াইয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জয়ী হবে ভারত৷ এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
advertisement

করোনা হোক বা লাদাখ কাণ্ড, কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস৷ এ দিন সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসকেও জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সব বিষয় নিয়েই সংসদে আলোচনা করতে প্রস্তুত৷ তিনি বলেন, খুব শিগগিরই সংসদ চালু হবে৷ সেখানে সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা করতে সরকারের কোনও আপত্তি নেই৷ তিনি দাবি করেন, সরকার আলোচনা করতে ভয় পায় না৷ ১৬৬২ থেকে আজ পর্যন্ত চিনের সঙ্গে যতবার সংঘাত হয়েছে, তা নিয়ে বিরোধীরা চাইলেই আলোচনা করতেই পারে৷ কিন্তু যখন সীমান্তে সেনা জওয়ানরা সংঘর্ষ করছেন এবং সরকারও কড়া অবস্থান নিয়েছে, সেই সময় কারওরই এমন কোনও বিবৃতি দেওয়া উচিত নয়, যাতে চিন এবং পাকিস্তান খুশি হয়৷

advertisement

advertisement

অমিত শাহ আরও দাবি করেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট সফল ভারত৷ অন্যান্য দেশগুলির তুলনায় ভারতে করোনা সংক্রমণের পরিসংখ্যানই তার প্রমাণ৷ রাহুল গান্ধির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে তিনি কোনও পরামর্শ দিতে চান না৷ তার জন্য তাঁর দল কংগ্রেস রয়েছে৷ কংগ্রেস নেতাকে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মানুষ সবকিছুতেই গলদ খুঁজে পান৷ ফলে ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল হলেও নিন্দুকরা সমালোচনা করেই যাবেন৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বিরোধী প্রচারের মোকাবিলা সরকার করতে পারে৷ কিন্তু রাহুল গান্ধির মতো একজন রাজনীতিক, যিনি কংগ্রেসের প্রাক্তন সভাপতি, তাঁকে এমন সংকীর্ণ রাজনীতি করতে দেখলে খারাপ লাগে৷ কয়েকদিন আগেই রাহুল গান্ধির করা 'সারেন্ডার মোদি' ট্যুইট নিয়েও সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, এই ধরনের মন্তব্য করার আগে কংগ্রেস এবং রাহুল গান্ধির ভেবে দেখা উচিত৷ তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং রাহুল গান্ধি সরকারের সমালোচনা করে যা যা বলছেন, চিন এবং পাকিস্তানে সেগুলি ভারত বিরোধী প্রচারে কাজে লাগানো হচ্ছে৷ দেশের সংকটের সময়ে এমন মন্তব্য করা ঠিক কি না, তা কংগ্রেস নেতাদের ভেবে দেখার পরামর্শ দিয়েছেন অমিত শাহ৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
করোনা এবং লাদাখে সংঘাত, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই লড়াইয়ে জিতবে ভারত: অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল