আজ হাওড়ার দাসনগর থানার অন্তর্গত বালটিকুরি এলাকায়, টোটো থেকে পড়ে জখম দশম শ্রেণির এক স্কুলছাত্রী (Howrah News)। আজ অর্থাৎ সোমবার সকালে স্কুল যাওয়ার পথে হঠাৎই টোটোর চাকা ভেঙে বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হাড়িয়ে টোটো বেসামাল হয়ে পড়লে, গাড়ি থেকে পড়ে যান ওই স্কুলছাত্রী। গুরুতর চোট পান পায়ে। তারপর তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে আসেন হাওড়া হাসপাতালে। সেখানেই চলে তার চিকিৎসা। খবর দেওয়া হয় ওই ছাত্রীর পরিবারকে।
advertisement
স্থানীয়দের মারফত জানা গিয়েছে, বালটিকুরি দাসনগর এলাকায় বসবাসকারী ওই যুবতী, দাসনগর চপলাদেবী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (Howrah News)।
Santanu Chakraborty
Location :
First Published :
December 20, 2021 8:45 PM IST