TRENDING:

Howrah News: খুলে গেছে স্কুল, খুশির হাওয়া টিউশন পড়ানো বেকার যুবক যুবতীদের মধ্যে

Last Updated:

দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলায় একদিকে যেমন খুশি ছাত্র - ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা , অন্যদিকে তেমনই খুশি জেলার বিভিন্ন কোচিং সেন্টারের টিচার ও প্রাইভেট টিউটররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ১৬ ই নভেম্বর থেকে খুলে গেছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি । যদিও বিদ্যালয়গুলিতে কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র - ছাত্রীদেরই পঠন - পাঠন চলছে গত মঙ্গলবার থেকে । প্রায় ২০ মাস পর বিদ্যালয়গুলি খুললেও সেগুলিতে প্রথম সপ্তাহে ছাত্র - ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । কোনো বিদ্যালয়ে ৬০ শতাংশ তো কোথাও আবার প্রায় ৮০ শতাংশ পড়ুয়া উপস্থিত ছিলো বলেই জানিয়েছেন হাওড়ার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা ।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

অন্যদিকে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলায় একদিকে যেমন খুশি ছাত্র - ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা , অন্যদিকে তেমনই খুশি জেলার বিভিন্ন কোচিং সেন্টারের টিচার ও প্রাইভেট টিউটররা । আজ News 18 লোকালের প্রতিনিধিকে সেই কথাই জানালেন এই পেশার সাথে যুক্ত যুবক - যুবতীরা ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন মধ্য হাওড়ার সুরকিকল এলাকার এরকমই এক প্রাইভেট টিউটর স্বাগতা চক্রবর্তী জানান , " গত বছর করোনা সংক্রমণ আসার আগে আমি বিভিন্ন ক্লাসের প্রায় ৩৫ থেকে ৪০ জনকে পড়াতাম । কিন্তু তারপর লকডাউনের জেরে পড়ানো বন্ধ রাখতে হয় । তারপর গত বছরের অক্টোবর থেকে ফের পড়ানো শুরু করলেও এই বছর করোনার দ্বিতীয় ঢেউ আসার পর এপ্রিল থেকে ফের বন্ধ রাখতে হয় পড়ানো । সেপ্টেম্বর থেকে আবার পড়ানো শুরু করেছি তখন মাত্র আটজন পড়তে আসতো । মুখ্যমন্ত্রীর বিদ্যালয়গুলি খোলার নির্দেশের পর সেই সংখ্যাটা বেড়ে বর্তমানে ১৪ এ দাড়িয়েছে । " পাশাপাশি দীর্ঘদিন বিদ্যালয়গুলি বন্ধ থাকায় এই পেশা ছেড়ে অনেকেই অন্য পেশায় চলে গেছে বলেও জানান তিনি । তবে বিদ্যালয়গুলি চালু থাকলে ফের এই পেশায় আশার আলো দেখা যাবে বলেই আশাবাদী তিনি ।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: খুলে গেছে স্কুল, খুশির হাওয়া টিউশন পড়ানো বেকার যুবক যুবতীদের মধ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল