অন্যান্য দিনের মতই দুপুরের পর বাড়ি থেকে বেরিয়ে ছিল, তবে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রি ৮-৮.৩০ এর মধ্যে বাড়ি ফিরে আসে। গতকাল ওই সময় শংকর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। যে সমস্ত জায়গায় তাঁর যাতায়াত সর্বত্র খোঁজাখুঁজি করেও মেলনি তার হদিস। প্রায় মাঝ রাত পর্যন্ত খোঁজাখুঁজি চালায় পরিবার। জানা যায় শংকর পূজা অনুষ্ঠানে ঢাক বাজায়এবং বাকি সময় ভ্যান টানে।
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিক বন্ধ করতে মানুষকে সচেতন বার্তায় বর্ণাঢ্য পদযাত্রা
শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ডোবায় তার দেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেয় পরিবারে। ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। কিভাবে ও কি কারনে মৃত্যু এখন সঠিক জানা যায়নি, ঘটনার তদন্তে পাঁচলা থানার পুলিশ।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
July 16, 2022 6:01 PM IST