জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দেবাশিস মন্ডল নামে এক যুবকের। পরিবারের দাবি দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাঁকে। বন্ধুদের আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আজ জগৎবল্লভপুরের কানা দামোদরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল ওই যুবক। স্নান করতে নেমেই ঘটে যায় অঘটন। পুলিশের দাবি প্রত্যেকেই মদ্যপান করেছিল। তবে খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার, হাওড়ার বেলুড়ে জলে ডুবে দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। লিলুয়া থেকে খেলা শেষে বেলুড়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বেলুড়ে পুকুরে নেমে তলিয়ে যায় এক জন। তাঁকে উদ্ধার করতে জলে নেমে ডুবে যায় আরও এক বন্ধু। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রের খবর, লিলুয়া থেকে খেলা শেষে ফিরছিল ৩ বন্ধু। লিলুয়ার বাজার এলাকায় পুকুরে হাত-পা ধুতে নেমেছিল এক কিশোর। সাঁতার না জানায় সে তলিয়ে যায়। সাঁতার না জানলেও বন্ধুকে বাঁচাতে আরেক কিশোর জলে ঝাঁপ দেয়। সেও তলিয়ে যাওয়ায়, আরেক বন্ধুর চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। যদিও ১৩ বছরের দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত কিশোরদের একজনের বাড়ি বালিতে, আরেকজন বেলুড়ের বাসিন্দা।