TRENDING:

Howrah News: ‘বলেছিল ছেলে সকালে ফিরে আসবে..’ জেলে বন্দির অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে অবরোধ

Last Updated:

জেল হেফাজতে থাকা এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল পাঁচলা থানার জয়নগর সর্দার পাড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: জেল হেফাজতে থাকা এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল পাঁচলা থানার জয়নগর সর্দার পাড়ায়। ঘটনায় শনিবার সকালে উত্তেজিত জনতা পাঁচলা জয়নগর রাস্তার সর্দার পাড়ায় পথ অবরোধ করে। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সর্দার পাড়ার বাসিন্দা সোমনাথ সর্দারের (২৫) নামে পাঁচলা থানায় একটি পুরানো মামলা ছিল।
‘বলেছিল ছেলে সকালে ফিরে আসবে..’ জেলে বন্দির অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে অবরোধ
‘বলেছিল ছেলে সকালে ফিরে আসবে..’ জেলে বন্দির অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে অবরোধ
advertisement

জানা গিয়েছে গত মঙ্গলবার রাতে সেই মামলায় পুলিশ সোমনাথকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর বুধবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে জেল হেফাজতে থাকাকালীন শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়ে সোমনাথ। তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

advertisement

অন্যদিকে, সোমনাথের মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। সোমনাথকে মারধরের ফলে তার মৃত্যু হয়েছে এই অভিযোগে পথ অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ৭ বছর আগে সোমনাথ বাড়ি থেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে বিয়ে করে। এই ঘটনায় নাবালিকার পরিবার সোমনাথের নামে পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেইমতো পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। জানা গিয়েছে সেই পুরানো মামলায় সোমনাথ আদালতে হাজিরা দিলেও এবারে সে হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট জারি হয়।

advertisement

আরও পড়ুন: বাজারে দেখলে পাশ কাটিয়ে ‌যান! বনে-বাদাড়ে জন্মানো ‘এই’ ফল সর্বরোগহরা, আপনি জানতেন?

মঙ্গলবার রাতে সেই মামলায় পুলিশ সোমনাথকে গ্রেফতার করে নিয় যায়। আর তারপরেই শুক্রবার রাতে সোমনাথের মৃত্যু হয়। সোমনাথের বাবা বিশ্বনাথ সর্দার জানান মঙ্গলবার রাত ১০ টা নাগাদ ৩ জন পুলিশ কর্মী তাঁর ছেলেকে বাড়ি থেকে নিয়ে যায় । তিনি আরও জানান, ‘‘ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল পরের দিন ছেলে বাড়ি ফিরে আসবে। কিন্তু এখনও পর্যন্ত ছেলে বাড়ি ফিরল না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Santu Mallick

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ‘বলেছিল ছেলে সকালে ফিরে আসবে..’ জেলে বন্দির অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে অবরোধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল