ঘটনাস্থলে আসেন বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্য অভিক মাইতি ও অর্পণ দাস। আসার পথে তাঁরা জনাতে পারেন, বেলপুকুরে একটি ম্যারেজ হলের ছাদে জালে জড়িয়ে পড়েছে এক গন্ধগোকুল । সঙ্গেসঙ্গে অভিক মাইতি নামে এক পরিবেশকর্মী ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 9:38 PM IST