কিভাবে মানিক বাবুর বাড়ির বিছানায় ওই বিষধর সাপ উঠে এলো কোথা থেকে এলো তা মোটেও আন্দাজ করতে পারেনি ওই পরিবার।বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পরিবারের, এখনও আতঙ্কের রেস কাটেনি ওই পরিবারের।
আরও পড়ুন: সদ্যোজাতকে ব্রিজ থেকে ছুড়ে ফেলে পালালো মহিলা! অমানবিক দৃশ্য দেখল মালদহ
জানা যায়, স্থানীয় পশুপ্রেমী কিশোর হাজরা ডোমজুর মাকড়দহের ফ্রেন্ডস অফ অনিমেল গ্রুপে খবর দেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয়, সংগঠনের সদস্য রামু ঘটনাস্থলে পৌঁছে বিশাল আকার বিষধর সাপটিকে উদ্ধার করে আনে মাকড়দহে, ওই সংগঠনের পক্ষ থেকে বন দফতরে খবর দেওয়া হয়। সেখান থেকেই বন দফতরের হাতে সাপটিকে তুলে দেবে বলে জানা গেছে।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
Nov 10, 2022 6:53 PM IST





