TRENDING:

Howrah News: ভয়ঙ্কর কাণ্ড হাওড়ায়! চলমান সিড়িতে আটকে শিশুর হাত! তারপর যা হল শুনে চমকে যাবেন

Last Updated:

হাওড়ার শিবপুরে একটি অভিজাত শপিং মলে চলমান সিড়িতে পড়ে গিয়ে আটকে গেল একটি শিশুর হাত। প্রায় দু'ঘণ্টা ওইভাবে আটকে থাকার পর চলমান সিঁড়ি খুলে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়ার শিবপুরে একটি অভিজাত শপিং মলে চলমান সিঁড়িতে পড়ে গিয়ে আটকে গেল একটি শিশুর হাত। প্রায় দু’ঘণ্টা ও ভাবে আটকে থাকার পড় চলমান সিঁড়ি খুলে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য বিশাল পুলিশ ব়্যাফ যায় শপিং মলে। সমস্ত ক্রেতাদের মল থেকে বের করে দেওয়া হয়। শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে তার হাতে গুরুতর চোট লেগেছে। পুলিশই এম্বুলেন্সের ব্যবস্থা  করে হাসপাতালে নিয়ে যায় শিশুটিকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে,  শিশুটি বেলুন নিতে গিয়েছিল। সেই সময়ই ঘটে এই ঘটনা। প্রথমে তার আঙুল তারপর ধীরে ধীরে হাতের প্রায় অর্ধকে অংশ ঢুকে যায় চলন্ত সিঁড়ির ভিতরে। প্রায় দেড়-দু’ঘণ্টা এই ভাবেই আটকে থাকে তার হাত। তবে খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।

আরও পড়ুন: বাজারে গিয়ে আর ঠকতে হবে না, দেখে নিন পদ্মার ইলিশ ও গঙ্গার ইলিশ চেনার উপায়

advertisement

প্রায় দেড় দু’ঘণ্টা লাগাতার চেষ্টার পড় উদ্ধার করা  সম্ভব হয়। তারপর আর এক মুহূর্ত দেরী না করে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এদিকে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় মলে উপস্থিত ক্রেতাদের মধ্যে।  কী ভাবে ঘটল এই ঘটনা ?  তাই খতিয়ে দেখছে মল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নিমপাতা কেন তেতো হয়? আপনি কি জানেন, ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, বিভিন্ন শপিং মলে কেনাকাটার জন্য হোক বা খাওয়া-দাওয়ার জন্য কিংবা কিছুটা সময় পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে কাটাতে প্রতিদিনিই বহু মানুষ ভিড় জমান। তার মধ্যে ছোট শিশুরাও বাদ পড়ে না। এই সব মল গুলিতে থাকে বাচ্চাদের বিনোদনের নানা মাধ্যম। আর চলমান সিঁড়ি তো মলের একটি অঙ্গ। তাই সেখান থেকে যাতে শিশুদের এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে বলে মত  বিশেষজ্ঞদের।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ভয়ঙ্কর কাণ্ড হাওড়ায়! চলমান সিড়িতে আটকে শিশুর হাত! তারপর যা হল শুনে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল