সেই নোংরা আবর্জনা জেরে তীব্র দূর্গন্ধ ছড়াচ্ছে, সেই দুর্গন্ধ যেমন সমস্যার কারণ তার পাশাপাশি ওই নোংরা আবর্জনা বিভিন্নভাবে উঠে আসছে প্রতীক্ষালয়ে, শুধু যে এই প্রতীক্ষালয় নোংরা আবর্জনা ঢাকছে তা নয়, ওই এলাকায় সার্ভিস রোডের একই দশা প্রায় গোটা ফুটপাত নোংরা আবর্জনায় ঢেকেছে। পথ চলতি মানুষদের কথায় জানা যায়, নোংরা আবর্জনা বা দুর্গন্ধ এই সমস্যা দীর্ঘদিনের, যাত্রী প্রতীক্ষালয়টি নিমৃত হওয়ার পর থেকেই বেহালদশা অভিযোগ স্থানীয় ও পথ চলতি মানুষের।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হাওড়ায়! মৃত্যু ঘিরে রহস্য
বর্তমানে রোদ বা বৃষ্টিতে খোলা আকাশের নিচেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। আবার একাংশের অভিযোগ ফুটপাত বা প্রতীক্ষালায় আড়াল করে সারি সারি ট্রাক দাঁড়িয়ে, তাতেও অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মানুষের। যানবাহনের অপেক্ষা করতে হয় কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে, প্রতীক্ষালায় দাঁড়িয়ে থাকা তো দূরের কথা ওই রাস্তা ধরে হাঁটা চলাই দায় হয়ে পড়ে, এতটাই দুর্গন্ধ বলছেন একাংশের মানুষ। এই সমস্যা কবে সমাধান হবে।
Rakesh Maity