আরও পড়ুন: সবুজ দীপাবলি! এখানে ফাটেনা বাজি পটকা, কালী পুজোয় হয় প্রসাদ লুট! জানুন
জগৎবল্লভপুরের নিচ বালিয়া, বাদে বালিয়া, যমুনা বালিয়া, গড় বালিয়া ও ইছাপুরে জাঁকজমকের সঙ্গে কালীপুজোর আয়োজন হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমবেশি প্রায় ২০০ টি বারোয়ারি কালীপুজো হয় এখানে। এর মধ্যে প্রায় ৩০-৩২ টি পুজোয় হয় বড় আকারে, সেগুলোয় থিমের মণ্ডপ দেখা যায়।
advertisement
স্থানীয় মানুষের কথায়, গ্রামে দুর্গাপুজো হয় না। তাই এখানকার মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন কালীপুজোর জন্য। কালীপুজোয় প্রায় এক সপ্তাহজুড়ে অনুষ্ঠান হয়। পুজোর আগে থেকেই মেলার বসে। কালী পুজোকে কেন্দ্র করে কয়েক মাস আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। লক্ষ লক্ষ টাকা বাজেটের পুজো হয়। থিমের কালীপুজো দেখতে দুর দুরান্ত থেকে মানুষ আসেন হাওড়ার এই গ্রামে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে কালীপুজোর আকর্ষণ হয়ে ওঠে বালিয়া।
রাকেশ মাইতি