তবে এর জনপ্রিয়তার অন্য তম কারণ সুদৃশ্য এবং সহজে লালন পালন করা সম্ভব। মাটি তৈরি ঝামেলা নেই। স্প্যানিশ মস বা এই এ্যায়ার প্ল্যান্ট তৈরিতে। বিশেষ করে যারা গাছ লাগাতে ভালবাসেন অথছ হাতে সময় কম। তাদের জন্য একবারে উপযুক্ত এই ঘাস। গত দু বছরে জেলার গাছ প্রিয় মানুষকে দারুন ভাবে আকৃষ্ট করেছে বিদেশি এই ঘাস। হাওড়া জেলা থেকে ইভিন রাজ্যে রপ্তানি হচ্ছে। বর্তমানে জেলায় এই ঘাসের সাইজ অনুযায়ী দাম। অল্প খরচ করে বাগান ও বারান্দার সৌন্দর্য বাড়াতে উপযুক্ত এই স্প্যানিশ মস।
advertisement
আরও পড়ুন- হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, হঠাৎ কী হল গায়কের? বিছানায় শুয়ে ছবি পোস্ট করতেই উদ্বিগ্ন ভক্তরা
সরাসরি রোদে না রেখে বারান্দা বা ছায়াচ্ছন্ন স্থান এই ঘাসের পক্ষে উপযুক্ত। এ প্রসঙ্গে নার্সারি মালিক উৎপল বাকুলি জানান, সাইজ অনুযায়ী বর্তমানে ৫০ টাকা থেকে ২৫০ বা ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে স্প্যানিশ মস। গত দু বছরে ভাল চাহিদা রয়েছে। অল্প পরিচর্যায় সহজে বেঁচে থাকে। মাটি ছাড়া সময় মত জলের স্প্রে প্রয়োজন। তবে দশ দিন অন্তর জল এবং মাসে একবার ফঙ্গাসাইট ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি উৎপলবাবু আরও জানান, ব্যবসায়ীদের ক্ষেত্রেও সুবিধাজনক এই ঘাস। সহজে একটি গাছ থেকে চারা তৈরি করাও সম্ভব।
রাকেশ মাইতি