আরও পড়ুন: সংরক্ষিত তালিকায় থাকা নিষিদ্ধ মাছ ধরলে মৎস্যজীবীদের কড়া শাস্তি
বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে বাঁকে জল নিয়ে ২৭ কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে পৌঁছন পুণ্যার্থীরা। এই গোটা পথ জুড়ে থাকে কড়া নিরাপত্তা। কিন্তু মল মাসের কারণে এবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তেমন ভিড় না হওয়ায় মুষড়ে পড়েছেন ব্যবসায়ীরা।
advertisement
নিমাইতীর্থ ঘাটের এক ব্যবসায়ী এই প্রসঙ্গে বললেন, এ বছর বাজার একদমই ভাল নয়। লোক অন্যান্য জায়গা থেকে বাঁক সাজিয়ে আসছে, এখান থেকে জল তুলে নিয়ে চলে যাচ্ছে। তাছাড়া মল মাস বলে পুণ্যার্থীর সংখ্যাই অনেকটা কম। ওই ব্যবসায়িক দাবি, বিক্রি বাটা তেমন একটা না থাকায় দোকানের কর্মচারীদের বসে বসে মাইনে গুনতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, শ্রাবণের প্রথম সোমবার অন্যান্যবারের থেকে ৫০ শতাংশ কম ভিড় হয়েছে তারকেশ্বরে।
রাহী হালদার